ভুবনেশ্বর, 15 ডিসেম্বর : দিন দিন ভয়াল রূপ ধারণ করছে দূষণ । কীভাবে দূষণের থাবা থেকে প্রকৃতিতে বাঁচানো যাবে তা নিয়ে নানা প্রচার-অভিযান চলছে । কিন্তু কোথাও যেন কাঙ্খিত সচেতনতা দেখাচ্ছে না মানুষজন । অপরিণামদর্শী হয়ে মানুষজন আজও সমানে প্লাস্টিক ব্যবহার করে চলেছেন । এই সবকিছুর মাঝে যেন অনেকটা ছকভাঙা ওড়িশার অভিমন্যু মিশ্র । পরিবেশ বাঁচাতে বদ্ধপরিকর তিনি । ইঞ্জিনিয়ারিং ছেড়ে তিনি এখন প্লাস্টিক কুড়ুনির কাজ করছেন ।
অভিমন্যু মিশ্র । ইঞ্জিনিয়ারিং পাশ ৷ B Tech করেছেন তিনি। তবে, বর্তমানে গলায় প্লাস্টিকের বোতল ঝোলানো, পিঠে বস্তা, কালিঝুলি মাখা মুখের এই যুবককে এলাকার অধিকাংশ লোকজনই মানসিক ভারসাম্যহীন ভাবেন । কেউ কেউ আবার চোরের তকমাও দিয়েছেন । কিন্তু এসবে অভিমন্যুর সংকল্পে খুব একটা প্রভাব পড়েনি । আর পাঁচজনের মতো একটি চাকরি নিয়ে সুখী ও নিরাপদ জীবনের পথে হাঁটেননি তিনি । পরিবেশকে দূষণমুক্ত করাই এখন তার পেশা ও নেশা । গত দু'বছর ধরে এই কাজ করে চলেছেন তিনি । অভিমন্যুর কথায় যতদিন না নিজের এলাকা তথা পুরো রাজ্য প্লাস্টিক মুক্ত হচ্ছে এই কাজ চালিয়ে যাবেন তিনি ।