পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরিবেশ বাঁচাতে ওড়িশার ইঞ্জিনিয়র এখন প্লাস্টিক কুড়ুনি - plastic causes pollution

অভিমন্যু মিশ্র । B Tech করেছেন তিনি। কিন্তু পরিবেশ বাঁচাতে তিনি এখন ইঞ্জিনিয়ারিং ছেড়ে প্লাস্টিক কুড়ুনির কাজ করছেন ।

image
ছবি

By

Published : Dec 15, 2019, 6:59 AM IST

ভুবনেশ্বর, 15 ডিসেম্বর : দিন দিন ভয়াল রূপ ধারণ করছে দূষণ । কীভাবে দূষণের থাবা থেকে প্রকৃতিতে বাঁচানো যাবে তা নিয়ে নানা প্রচার-অভিযান চলছে । কিন্তু কোথাও যেন কাঙ্খিত সচেতনতা দেখাচ্ছে না মানুষজন । অপরিণামদর্শী হয়ে মানুষজন আজও সমানে প্লাস্টিক ব্যবহার করে চলেছেন । এই সবকিছুর মাঝে যেন অনেকটা ছকভাঙা ওড়িশার অভিমন্যু মিশ্র । পরিবেশ বাঁচাতে বদ্ধপরিকর তিনি । ইঞ্জিনিয়ারিং ছেড়ে তিনি এখন প্লাস্টিক কুড়ুনির কাজ করছেন ।

অভিমন্যু মিশ্র । ইঞ্জিনিয়ারিং পাশ ৷ B Tech করেছেন তিনি। তবে, বর্তমানে গলায় প্লাস্টিকের বোতল ঝোলানো, পিঠে বস্তা, কালিঝুলি মাখা মুখের এই যুবককে এলাকার অধিকাংশ লোকজনই মানসিক ভারসাম্যহীন ভাবেন । কেউ কেউ আবার চোরের তকমাও দিয়েছেন । কিন্তু এসবে অভিমন্যুর সংকল্পে খুব একটা প্রভাব পড়েনি । আর পাঁচজনের মতো একটি চাকরি নিয়ে সুখী ও নিরাপদ জীবনের পথে হাঁটেননি তিনি । পরিবেশকে দূষণমুক্ত করাই এখন তার পেশা ও নেশা । গত দু'বছর ধরে এই কাজ করে চলেছেন তিনি । অভিমন্যুর কথায় যতদিন না নিজের এলাকা তথা পুরো রাজ্য প্লাস্টিক মুক্ত হচ্ছে এই কাজ চালিয়ে যাবেন তিনি ।

দেখুন ভিডিয়ো

সারাদিন ধরে এলাকায় অলিগলিতে ঘুরে ঘুরে প্লাস্টিক কুড়োনোই এখন তাঁর কাজ । অভিমন্যুর বক্তব্য,"প্লাস্টিক ব্যবহারের ভয়ঙ্কর পরিণাম থেকে মানুষকে সচেতন করাই আমার লক্ষ্য । সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে আমি গায়ে প্লাস্টিক বোতল ঝুলিয়ে রাখি । জানি এজন্য অনেক সমালোচনার মুখে পড়তে হয় । কিন্তু এইসব সমালোচনা আমার লক্ষ্যপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ।"

নানা অসরকারি সংগঠনের প্রচার অভিযানের সঙ্গেও যুক্ত রয়েছেন অভিমন্যু । কোনও ব্যক্তি স্বার্থ নেই । না আছে মাসের শেষে বড় অঙ্কের মাইনে । শুধুমাত্র প্রকৃতি সম্পর্কে নিজের সচেতনতা আজ এই ইঞ্জিনিয়র যুবককে এক ব্যতিক্রমী পথে হাঁটতে শিখিয়েছে । তবে এই প্রচেষ্টাগুলি চক্রব্যূহে যেন হারিয়ে না যায়। এক অভিমন্যুকে দেখে আরও কয়েকজন অভিমন্যু যদি এগিয়ে আসে তাহলেই প্রকৃতিকে দূষণমুক্ত করা সম্ভব ।

ABOUT THE AUTHOR

...view details