পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অ্যামেরিকায় ভারতীয় যুবককে খুনের দায়ে গ্রেপ্তার ব্যক্তি - police

27 বছর বয়সি এক ভারতীয় যুবককে সাত বছর আগে খুনের দায়ে গ্রেপ্তার করা হল 34 বছর বয়সি সিন ডোনোহোই নামে এক ব্যক্তিকে । সে লাস ভেগাসের বাসিন্দা । গতকাল তাকে গ্রেপ্তার করা হয় ।

aa
গ্রেপ্তার ব্যক্তি

By

Published : May 13, 2020, 5:04 PM IST

ওয়াশিংটন, 13 মে: সাত বছর আগে 27 বছর বয়সি এক ভারতীয় যুবককে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লাস ভেগাস মেট্রোপলিটান পুলিশ ও FBI । পঞ্জবের ফতেগড় সাহিব টাউনের কিশনেওয়ালি গ্রামের বাসিন্দা মনপ্রীত সিং ৷ তিনি ক্যালিফোর্নিয়ার সাউথ লেকে অবস্থিত একটি গ্যাস স্টেশনে কাজ করতেন । 2013 সালের 6 অগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান ৷ কে মনপ্রীতকে গুলি করে খুন করল তা জানতে তদন্তে নামে পুলিশ । কিন্তু দোষী তখন থেকেই পলাতক । তারপর থেকে তদন্ত জারি থাকে ।

সাত বছর ধরে তদন্ত চলার পর গতকাল 34 বছর বয়সি সিন ডোনোহোই নামে এক ব্যক্তিকে মনপ্রীতকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয় । ডোনোহোই এখন লাস ভেগাসের বাসিন্দা । সাত বছর আগে সে ক্যালিফোর্নিয়ার সাউথ লেক সিটিতে থাকত । সাউথ লেক তাহোই পুলিশের তরফে জানানো হয়েছে, 2013 সালের 6 অগস্ট এক ব্যক্তি মুখে মাস্ক পরে 2470 লেক তাহোই Blvd-এর US গ্যাসোলিন স্টেশনে ঢুকে পড়ে । আচমকাই মনপ্রীত নামে ওই ক্লার্ককে গুলি করে । এরপর সামনের দরজা দিয়ে পালিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু হয় । কিন্তু কে খুন করল তার কোনও কূলকিনারা মিলছিল না । কারণ ঘটনার তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্যের অভাব ছিল । কোনও প্রত্যক্ষদর্শীকেও পাওয়া যায়নি তখন ।

এরপরেই মামলাটির তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয় El ডোরাডো কাউন্টি কোল্ড কেস টাস্ক ফোর্সকে । এই টাস্ক ফোর্স আবার El ডোরাডো কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটোর্নিস অফিস, El ডোলাডো কাউন্টি সেরিফ অফিস, সাউথ লেক তাহোই পুলিশ ডিপার্টমেন্ট, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ জাস্টিস, বিউরো অফ ফরেন্সিক সাইন্স (BFS) এবং FBI (ফেডেরাল বিউরো অফ ইনভেস্টিগেশন)-এর সহযোগিতায় কাজ করে । এরপরেই 2017 সালের জুলাই মাসে El ডোরাডো ডিস্ট্রিক্ট অ্যাটোর্নিস অফিসের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয় । উদ্দেশ্য ছিল যাতে নতুন করে আবার এই খুনের তদন্ত শুরু করা যায় । একজন প্রত্যক্ষদর্শী সেই ভিডিয়োটি দেখেন । 2019-এর গ্রীষ্মে তিনি তদন্তকারী অফিসারদের সঙ্গে যোগাযোগ করেন । ডোনোহোই যে এই খুনের সঙ্গে জড়িত সেকথা অফিসারদের জানান ওই প্রত্যক্ষদর্শী । এরপরেই খুনের দায়ে ডোনোহোইকে গ্রেপ্তার করা হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details