পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিঙ্ঘু সীমান্তে আত্মহত্যা আন্দোলনরত কৃষকের

বুধবার বিকেলে আচমকাই গুলি করে আত্মহত্যা করেন সিঙ্ঘু সীমান্ত আন্দোলনরত করনালের বাসিন্দা ওই কৃষক ৷

farmer-commit-suicide-at-singhu-border
farmer-commit-suicide-at-singhu-border

By

Published : Dec 16, 2020, 7:40 PM IST

দিল্লি, 16 ডিসেম্বর : আত্মহত্যা করলেন সিঙ্ঘু সীমান্ত আন্দোলনরত এক কৃষক ৷ গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ওই কৃষক ৷ তাঁর মৃত্যুর পর দেহ পানিপথের পার্ক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

বুধবার বিকেলে আচমকা গুলি করে আত্মহত্যা করেন সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত ওই কৃষক ৷ পুলিশ সূত্রে খবর, করনালের বাসিন্দা তিনি ৷ এই মৃত্যুর ঘটনায় সোনিপত পুলিশ তদন্ত শুরু করেছে ৷ অন্যদিকে একুশ দিন হয়ে গেল কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চলছে সিঙ্ঘু সীমান্তে । পঞ্জাব-সহ একাধিক রাজ্য থেকে কৃষকরা শামিল হয়েছেন বিক্ষোভে । তাঁদেরই একজন ছিলেন বুধবার আত্মহত্যা করা কৃষক ।

এর আগে আন্দোলনরত অবস্থায় মৃত্যু হয় আরও এক কৃষক গুরমিত সিংয়ের । মঙ্গলবার হৃদরোগে মৃ্ত্যু হয় তাঁর । সব মিলিয়ে একের পর এক কৃষকের আন্দোলনরত অবস্থায় মৃত্যুর ঘটনা সামনে আসছে । রাজধানীর বাইরে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 21 জন কৃষকের মৃত্যুর খবর সামনে এসেছে । এর মধ্যে শুধুমাত্র সোনিপত-সিঙ্ঘু এলাকায় 4 জন । 20 ডিসেম্বর মৃতদের প্রতি শ্রদ্ধা জানাবে কৃষক সংগঠনগুলি ।

এদিকে আজই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অবিলম্বে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে । না হলে কৃষক আন্দোলন জাতীয় সমস্যা হয়ে দাঁড়াবে । সমস্যা সমাধানে একটি কমিটি গঠনের পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত ।

ABOUT THE AUTHOR

...view details