জয়পুর, 28 জুন : কোরোনা সংক্রমণের মাঝে প্রয়োজনীয় নিয়মবিধি না মেনেই বিয়ে হল রাজস্থানের ভিলওয়ারা জেলায় । নিমন্ত্রিত ছিলেন প্রায় 250 জন । সামাজিক দূরত্ববিধি উঠল শিকেয় । এরপরই কোরোনায় আক্রান্ত হলেন বর । বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মোট 15 জন সংক্রমিত হন । একমধ্যে একজনের মৃত্যুও হয়েছে ।
বিয়েতে সর্বাধিক 50 জনকে নিমন্ত্রণ করা যেতে পারে বলে জানিয়েছিল জেলা প্রশাসন । কিন্তু এক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি । জেলা প্রশাসনের তরফে এই পরিবারকে 6.25 লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের সোয়াবের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যদপ্তর । গতকাল তাঁদের রিপোর্ট আসে । 15 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ।