দিল্লি, 18 ফেব্রুয়ারি: সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020-তে 'বেস্ট ডিজিটাল নিউজ় স্টার্ট আপ'-এর খেতাব ETV ভারতের ৷ ETV ভারতের তরফে এই পুরস্কার গ্রহণ করলেন কম্পানির ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী । দেশের ডিজিটাল মিডিয়াগুলির মধ্যে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয়েছে সেরার সেরাদের ৷
দিল্লিতে আজ বিকেল 4টে থেকে শুরু হয় এই অনুষ্ঠান ৷ নিউজ পেপারস এবং নিউজ পাবলিশার্স সংস্থার ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন WAN IFRA এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন ৷ 20টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৷ ম্যানেজিং ডিরেক্টর মাগদুম মহামেদ অনুষ্ঠানে আসা সকলকে স্বাগত জানান ৷
পুরস্কার হাতে ETV ভারতের ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী পুরস্কার প্রদান শুরু হয় ‘বেস্ট ডেটা ভিজ়ুয়ালাইজ়েশন’ বিভাগ দিয়ে ৷ দ্বিতীয় বিভাগ ছিল ‘বেস্ট ডিজিটাল নিউজ় স্টার্ট আপ’ । এই বিভাগে ব্রোঞ্জ পুরস্কার জিতে নিয়েছে রামোজি গ্রুপের ETV ভারত ৷
ETV ভারতের তরফ থেকে এই পুরস্কার নেন ম্যানেজিং ডিরেক্টর সি এইচ বৃহতী । এছাড়াও ‘বেস্ট মার্কেটিং ক্যাম্পেন ফর নিউজ় ব্রান্ড’, বেস্ট ইউজ় অব অনলাইন ভিডিয়ো’ ও অন্য বিভাগে পুরস্কার জিতে নেয় দেশের সেরা ডিজিটাল মিডিয়াগুলি ৷
'বেস্ট ডিজিটাল নিউজ় স্টার্ট আপ' বিভাগে ব্রোঞ্জ ETV ভারতের 100টিরও বেশি সংবাদসংস্থা ও মিডিয়া , যারা WAN IFRA-র সদস্য, তারা এই অনুষ্ঠানে যোগ দেন ৷ প্রযুক্তিতে উদ্ভাবন, মার্কেটিং ও ডিজিটাল মিডিয়ার নানা বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজিত হবে এই দুদিনের সামিটে