আমেঠি, 30 এপ্রিল : BJP নেতা সুব্রহ্মণিয়াম স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে নাগরিকত্ব প্রশ্নে রাহুল গান্ধিকে নোটিশ পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । এই প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর দিদি প্রিয়াঙ্কা বঢরা গান্ধি । উত্তরপ্রদেশের আমেঠিতে প্রচার চলাকালীন আজ তিনি সাংবাদিকদের বলেন, "এটা কী ধরনের ভিত্তিহীন কথা? গোটা দেশ জানে রাহুল এখানেই বড় হয়েছে । এখানেই ওর জন্ম । এরকম উদ্ভট কথা আগে কখনও শুনিনি ।"
গোটা দেশ জানে রাহুলের জন্ম এখানে : প্রিয়াঙ্কা
উত্তরপ্রদেশের আমেঠিতে প্রচার চলাকালীন আজ প্রিয়াঙ্কা বঢরা গান্ধি বলেন, "গোটা দেশ জানে রাহুল এখানেই বড় হয়েছে । এখানেই ওর জন্ম ।"
BJP নেতা সুব্রহ্মণিয়াম স্বামী অভিযোগ করেছিলেন, রাহুল গান্ধি ব্রিটিশ নাগরিক । সেই দাবির ভিত্তিতে রাহুল গান্ধিকে আগামী 14 দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি এবং কেরলের ওয়াইনাড লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল ৷ কিন্তু তিনি ব্রিটিশ নাগরিক হলে এদেশে নির্বাচনে তিনি লড়তে পারবেন না ৷ এটি আইনবিরুদ্ধ ৷
পিটিশনে স্বামী দাবি করেছেন, 2003 সালে ব্রিটেনে ব্যাকওপস নামে একটি কোম্পানির নাম নথিভূক্ত করেন রাহুল গান্ধি । সেখানে রাহুল গান্ধির নাম রয়েছে ডিরেক্টর হিসেবে । 2005 ও 2006 সালের জন্য ওই কোম্পানির যে আয়-ব্যয়ের হিসেব দেওয়া হয়েছে সেখানে রাহুল গান্ধি নিজেকে ব্রিটিশ নাগরিক বলে ঘোষণা করেন । 2017 সালে ওই কোম্পানি ভেঙে দেওয়া হয় । সেখানেও রাহুল গান্ধিকে ব্রিটিশ নাগরিক হিসেবে দেখানো হয়েছে । স্বামীর ওই দাবির পরই স্বরাষ্ট্রমন্ত্রক রাহুল গান্ধিকে এই বিষয়ে 14 দিনের মধ্যে তাঁর মতামত জানাতে বলেছে ।