মুম্বই, 29 জুন: মহারাষ্ট্রে ক্রমশ বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । গতকাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়ে বলেছেন, প্রত্যেকে যেন স্বাস্থ্য বিধি মেনে চলেন । সংকট এখনও কাটেনি । কারণ রাজ্যে পুনরায় লকডাউন জারি করা সম্ভব নয় ।
তিনি বলেন, "গত 15 দিন ধরে আমরা সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে দোকান, অফিস চালু করতে শুরু করেছি । মুম্বইয়ে কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য আমরা কয়েকটি লোকাল ট্রেনের পরিষেবা চালু করেছি । গ্রামীণ এলাকাগুলিতে ছোটো ছোটো দোকানগুলি খুলতে শুরু করেছে । কিন্তু বুঝতে হবে এই মহামারি এখনও আমাদের সঙ্গেই রয়েছে । অর্থনৈতিক কাজ কর্ম শুরু হলেও এটা ভাবা উচিত নয়, যে রাজ্য কোরোনামুক্ত হয়ে গেছে । সে কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করছি খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না । কোরোনার সঙ্গে মোকাবিলা হল এক প্রকার যুদ্ধ । আমরা এই যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে এসে অর্ধেক অবস্থায় ছেড়ে দিতে পারি না । আমি নিশ্চিত লকডাউন আর জারি হবে না । তবে আপনারা সরকারের সঙ্গে সহযোগিতা করুন ।"
শিবসেনা নেতা জানিয়েছেন, 3 মাস লকডাউনের পর রাজ্যের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে । সেই কারণে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে পুনরায় চাঙ্গা করে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এতে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভবনা থেকেই যায় । তবে , তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকারি তরফে নেওয়া হবে । আরও বাড়ানো হবে নমুনা পরীক্ষার সংখ্যা । তিনি বলেন, " টেস্ট এবং টেস্টিং করার সেন্টার আরও বাড়ানো হচ্ছে । দ্রুত পরীক্ষার জন্য টেস্ট কিট ব্যবহার করা হচ্ছে । যাঁরা ইতিমধ্যেই কোরোনামুক্ত হয়েছেন তাঁদের এগিয়ে আসতে অনুরোধ করছি রক্তদানের জন্য । কারণ তাঁদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তা দিয়ে এই রোগের লড়াই আরও দ্রুত সম্ভব হবে ।"
একই সঙ্গে মুখ্যমন্ত্রী বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন এই মহামারির সময়ে সংযম দেখানোর জন্য । তিনি বলেন, " কয়েকদিনের মধ্যেই গণেশ চতুর্থী উদযাপিত হবে । আমি প্রত্যকটি গণেশ প্রতিমার উচ্চতা চার ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছি । এটি সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা করবে । কারণ বড় প্রতিমাগুলিকে সরাতে বেশি সংখ্যক মানুষের প্রয়োজন পড়বে । তখন জমায়েত হবে । সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভবনা থেকে যাবে ।" তিনি আরও বলেন,"এই বছর ছোটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওয়ারি উৎসব পালন হয়েছে । একই ভাবে আমি দহি হান্ডি মণ্ডলদেরও ধন্যবাদ জানাচ্ছি যে তাঁরা তাঁদের দহি হান্ডি অনুষ্ঠান বাতিল করেছিলেন । "
ভারতে কোরোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । শনিবার নতুন করে এখানে 5 হাজার 318টি কেরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 1.6 লাখ হয়েছে । মৃতের সংখ্যা বেড়ে মোট হয়েছে 7 হাজার 273 । এর মধ্যে আরও 167 জনের মৃত্যু হয়েছে ।