পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হান্দওয়াড়ায় ৬০ ঘণ্টার এনকাউন্টার শেষে ২ জঙ্গি খতম, শহিদ ৫ নিরাপত্তারক্ষী

হান্দওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ ৫ নিরাপত্তা বাহিনীর জওয়ান। মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 3, 2019, 5:25 PM IST

শ্রীনগর, ৩ মার্চ : জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন ৫ নিরাপত্তা বাহিনীর জওয়ান। তাদের মধ্যে তিনজন CRPF জওয়ান ও দু'জন জম্মু-কাশ্মীরের পুলিশ। এছাড়া মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের । এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানা গেছে।

এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার উত্তর কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। এরপরই জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনাও। শুরু হয় সংঘর্ষ।

কাশ্মীরের IGP(ইন্সপেক্টর জেনেরাল অফ পুলিশ) এসপি পানি জানান, অপারেশন প্রায় শেষ। আর কোনও জঙ্গি আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকায় চূড়ান্ত তল্লাশি চালানো হচ্ছে। এলাকাটি জনবহুল হওয়ায় অভিযান শেষ হতে সময় লাগছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details