পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই - Encounter in Pulwama

আগে থেকে জঙ্গিদের আনাগোনার খবর পেয়ে তল্লাশি চালানো হয় । যে এলাকাগুলিতে জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে সেই এলাকাগুলিতে তল্লাশি চালানো হয় । এরপরেই লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে লড়াই বাধে ভারতীয় নিরাপত্তাবাহিনীর ।

encounter
লড়াই

By

Published : May 2, 2020, 1:52 PM IST

শ্রীনগর (জম্মু-কাশ্মীর), 2মে: পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই । এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের ডাঙ্গেরপোরায় জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে তাঁদের কাছে খবর আসে । সেইমতো আজ ভোরের দিকে ওই এলাকায় তল্লাশি চালায় বাহিনী ।

অভিযান চালানোর সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । পালটা গুলি চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী । এখনও গুলির লড়াই চলছে।

কোরোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব। আতঙ্কে মানুষ বাড়ি থেকে বেরোচ্ছেন না। কিন্তু, এই পরিস্থিতিতেও অশান্তি অব্যাহত উপত্যকায়। ফি দিনই জঙ্গি হামলার খবর পাওয়া যাচ্ছে। অবশ্য পালটা জবাব দিচ্ছে ভারতও।

ABOUT THE AUTHOR

...view details