দিল্লি, 1 জুলাই : মোদি সরকারের ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পের চতুর্থ বার্ষিকী আজ । সেই উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটি সাধারণ মানুষের হাতে আরো বেশি ক্ষমতা তুলে দিতে, দুর্নীতি কমাতে ও জনসাধারণের জন্য পরিষেবা উন্নত করতে সাহায্য করেছে ।"
ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্প দেশে দুর্নীতি কমিয়েছে : প্রধানমন্ত্রী - bjp
ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটি সাধারণ মানুষের হাতে আরো বেশি ক্ষমতা তুলে দিতে, দুর্নীতি কমাতে ও জনসাধারণের জন্য পরিষেবা উন্নত করতে সাহায্য করেছে । মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ।
প্রধানমন্ত্রী
মোদি আজ টুইট করেন, "চার বছর আগে ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটি চালু হয় । প্রকল্পটি জনসাধারণের কাছে প্রযুক্তি আরও সহজভাবে পৌঁছে দিতে চালু করা হয়েছিল ।" টুইটে মোদি হ্যাশট্যাগ দিয়েছেন #DigitalIndiaNewIndia ।
মোদি সরকারের ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটির লক্ষ্য প্রযুক্তিগত পরিকাঠামো মানুষের কাছে পৌঁছে দেওয়া, নাগরিকদের প্রযুক্তিগত ক্ষমতায়নে সাহায্য ও সরকারের পরিষেবাগুলি প্রযুক্তির মাধ্যমে দ্রুত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া ।
Last Updated : Jul 1, 2019, 6:47 PM IST