পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রেজিস্ট্রেশন আবেদনের স্ট্যাটাস জানতে চালু কমিশনের ট্র্যাকিং সিস্টেম

নির্বাচন কমিশন জানিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর তার স্ট্যাটাস এখন থেকে দলগুলি অনলাইনে জানতে পারবে । এজন্য নতুন বছরে চালু করা হয়েছে এক বিশেষ সিস্টেম । তার নাম PPRTMS ।

election commission launched political parties pegistration tracking management system
প্রতীকী ছবি

By

Published : Jan 1, 2020, 9:06 PM IST

দিল্লি, 1 জানুয়ারি : রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিশেষ ট্র্যাকিং সিস্টেম চালু করল জাতীয় নির্বাচন কমিশন । আজ কমিশনের তরফে বিষয়টি ঘোষণা করা হয়েছে ।

জনপ্রতিনিধিত্ব আইনের 29-এ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন করতে হয় । এই ধারা অনুসারে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের জন্য রাজনৈতিক দলগুলি আবেদন করে । দল গঠনের তারিখ থেকে 30 দিনের মধ্যে কমিশনের কাছে এই আবেদন করতে হবে ।

কমিশন আজ জানিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর তার স্ট্যাটাস এখন থেকে দলগুলি অনলাইনে জানতে পারবে । এজন্য নতুন বছরে চালু করা হয়েছে এক বিশেষ সিস্টেম । তার নাম পলিটিকাল পার্টিজ় রেজিস্ট্রেশন ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে PPRTMS ।

ABOUT THE AUTHOR

...view details