দিল্লি, 17 এপ্রিল : তাবলিঘি জামাত মার্কাজ়ের প্রধান মৌলানা সাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । গতকাল দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে অপরাধমূলক গণহত্যা ও লকডাউন অমান্য করার অভিযোগে FIR দায়ের করে । তার এক ঘণ্টা পরই ED মৌলানা সাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ।
ED-র আধিকারিকরা সন্দেহ করছেন, মৌলানা সাদের এই সংগঠন বিদেশ থেকে প্রচুর অর্থ গ্রহণ করেছে । কিন্তু তার নথি সরকারকে দেওয়া হয়নি । মৌলানা সাদের আট সহযোগীকেও ED ইতিমধ্যে আটক করেছে ।
সংগঠনের সমস্ত নথি ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু হয়ে গেছে । এছাড়াও, সংগঠন দ্বারা গৃহীত অনুদান আর্থিক তছরুপের অংশ ছিল কি না তা তদন্ত করবে ED । একইসঙ্গে অনুদানের অর্থ ব্যবহারের ক্ষেত্রে হাওয়ালাদের সাহায্য নেওয়া হয়েছে কি না তা নিয়ে তদন্ত করা হবে বলে জানা গেছে ।