পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বেড়ে 18 নভেম্বর - তথ্য যাচাই কর্মসূচির সময়সীমা

ভোটারদের তথ্য যাচাই কর্মসূচির সময়সীমা বাড়ানোর ঘোষণা নির্বাচন কমিশনের ৷

ভোটার লাইন

By

Published : Oct 13, 2019, 10:35 PM IST

Updated : Oct 13, 2019, 11:02 PM IST

দিল্লি, 13 অক্টোবর : অনলাইনে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ল ৷ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার (16 অক্টোবর) শেষ হত সময়সীমা ৷ তা 33 দিন বাড়িয়ে তথ্য যাচাইয়ের শেষদিন 18 নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল কমিশন ৷

1 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ভোটারদের তথ্য যাচাই বা ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম (EVP) চালু করেছিল কমিশন ৷ এই কর্মসূচির মাধ্যমে দেশের ভোটাররা নিজেদের তথ্য যাচাই করতে পারেন ৷ তথ্য যাচাইয়ের সময় বিভিন্ন নথি অনলাইনে দাখিল করতে হয় ভোটারকে ৷ সেই তালিকায় ছিল- প্যান কার্ড, আধার কার্ড সহ একাধিক নথি ৷

যদিও প্রথম থেকেই একাধিক সমস্যার জর্জরিত ছিল এই কর্মসূচি ৷ বিশেষত দেশজুড়ে উৎসবের মরশুমে কতটা কাজ করা যাবে তা নিয়ে সংশয় ছিল ৷ এছাড়াও পরিকাঠামো সমস্যাও দেখা দেয় ৷ সে কারণেই তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়ানো হল বলে সূত্রের খবর ৷

Last Updated : Oct 13, 2019, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details