পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

3 দিনে দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল মিজ়োরাম - Earthquake in Aizawl

তিনদিনের মধ্যে দু'বার । ফের ভূমিকম্প মিজ়োরামে । এবারে রিখটার স্কেলে তীব্রতা 5.1 ।

ভূমিকম্প
ভূমিকম্প

By

Published : Jun 21, 2020, 5:40 PM IST

Updated : Jun 21, 2020, 6:12 PM IST

আইজ়ল, 21 জুন : মিজ়োরামে ভূমিকম্প । আজ বিকেল 4.16 মিনিটে কেঁপে ওঠে মিজ়োরামের বেশ কিছু এলাকা । আইজ়ল থেকে মাত্র 25 কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূকম্পন অনুভূত হয় । ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি প্রকাশিত তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.1 ।

সর্বভারতীয় এক সংবাদসংস্থায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজ়োরামের আইজ়ল জেলায় । ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে কম্পন ঘটেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি ।

18 জুনের রাতেও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.0 । ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার গভীরে কম্পন হয়েছিল । ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজ়োরামের চম্পাই জেলা । শিলং-সহ উত্তর-পূর্বের একাধিক শহরে কম্পন অনুভূত হয়েছিল ।

বিগত কিছুদিন ধরেই দিল্লিসহ উত্তর ভারতের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হচ্ছিল । দিল্লি, গুজরাত থেকে শুরু করে জম্মু-কাশ্মীর । একাধিক রাজ্যে কম্পন অনুভূত হওয়ার খবর সামনে এসেছিল । এর আগে হরিয়ানার গুরুগ্রামে কম্পন অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে তীব্রতা ছিল 2.1 । এখনও পর্যন্ত রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা মিলে শেষ দুই মাসে 14 টি ভূমিকম্প অনুভূত হয়েছে । এর মধ্যে তীব্রতা সবথেকে বেশি ছিল হরিয়ানার রোহতাকের ভূমিকম্পে । রিখটার স্কেলে 4.5 ।

উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাগুলিতে একের পর এক ভূমিকম্পের ঘটনায় চিন্তা বাড়ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির । উত্তর ভারত ছাড়াও সম্প্রতি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ডিগলিপুরেও কম্পন অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে তীব্রতা ছিল 4.3 । এছাড়া মঙ্গলবার শ্রীনগর থেকে 14 কিলোমিটার দূরেও কম্পন অনুভূত হয়েছিল । তীব্রতা ছিল 3.9 ।

Last Updated : Jun 21, 2020, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details