দিল্লি , 17 এপ্রিল: রাজধানীর এক আশ্রম এলাকা থেকে নিজা়মুদ্দিন বস্তি যাওয়ার পথে ফ্লাইওভার ৷ সেখানে চোখে পড়বে কয়েকজন মানুষ শুয়ে বা বসে আছেন । এই প্রতিটি মানুষ গৃহহীন । তাই এই দিল্লির ফ্লাইওভারই এখন তাঁদের ঘর-বাড়ি ।
লকডাউন শুরু হওয়ার পর সদ্য কাজ পাওয়া কয়েকজন ঠিকা শ্রমিক কর্মহীন হয়ে পড়েন । তাঁদের একাংশের আস্তানা এখন এই ফ্লাইওভার ।
এঁদের মধ্যে অনেকেই ETV ভারতকে জানিয়েছেন যে এই ফ্লাইওভার্ থাকার একটাই কারণ ৷ সেটি হল সাধারণ জনগণের দৃষ্টি আর্কষণ । যাতে তাঁরা কিছু খেতে পান । পুলিশ তাঁদের একাধিকবার অস্থায়ী আবাসনে পাঠানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু সেখানকার ভিড় এবং খাবারের গুণমান দেখে তাঁরা ফেরত চলে এসেছিলেন ৷ এইসব ব্যক্তিরা ফ্লাইওভারেই থাকছেন এবং স্বেচ্ছাসেবী সংস্থার খাবারের উপর বেঁচে রয়েছেন ।
এর আগেও রাজধানীতে শ্রমিকদের অবস্থা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে । দিল্লির নিগমঘাট সংলগ্ন এলাকার শ্মশানঘাট থেকে দেখা গেছিল শ্রমিকদের পচা কলা কুড়িয়ে খেতে । শুধুমাত্র খিদে মেটাতে । এরপর আরও একবার দেখা গেল দিল্লিতে শ্রমিকদের করুণ ছবি ।