দিল্লি, 20 মে : চতুর্থ দফায় লকডাউন চলছে দেশে । এর মাঝেই 25 মে থেকে ধাপে ধাপে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । আজ একথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী ।
25 মে থেকে চালু অন্তর্দেশীয় বিমান পরিষেবা
25 মে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হচ্ছে । আজ টুইট বার্তায় একথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী ।
তৃতীয় দফার লকডাউন উঠলেই চালু হতে পারে বিমান পরিষেবা । দিন কয়েক আগেই এখবর প্রকাশ্যে এসেছিল । জানানো হয়েছিল, আপাতত অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হতে পারে । তবে আন্তর্জাতিক বিমান ওঠা-নামা শুরু হবে না। সেই সূত্র ধরে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে যাত্রীদের জন্য একটি নির্দেশিকাও জারি করা হয় । বলা হয়, যাত্রাকালে আরোগ্য সেতু অ্যাপ অবশ্য়ই থাকতে হবে যাত্রীদের ফোনে । মাস্ক, গ্লাভস সহ অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে হবে । বজায় রাখতে হবে সহযাত্রীর সঙ্গে ন্যূনতম 4 ফুটের দূরত্ব । এরপরই 17 মে লকডাউনের সময়সীমা বাড়ানো হয় । 31 মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন ঘোষণা করা হয় । চতুর্থ দফায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়, জরুরি তথা চিকিৎসা পরিষেবা, নিরাপত্তা সংক্রান্ত পরিষেবা ছাড়া সমস্ত অন্তর্দেশীয় বিমানের ওঠানামা বন্ধ থাকবে । এর জেরে আবারও একটি বিভ্রান্তি তৈরি হয় । শেষমেশ সমস্ত বিভ্রান্তির জট কাটিয়ে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার কথা জানানো হল ।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী আজ টুইট বার্তায় জানান, 25 মে থেকে ধাপে ধাপে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হবে । যাতে সুষ্ঠুভাবে পরিষেবা চালু করা যায়, সেজন্য সমস্ত বিমান বন্দর কর্তৃপক্ষ ও সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে । এই পরিস্থিতিতে বিমানে যাতায়াতের করার ক্ষেত্রে যাত্রীদের জন্য আলাদা করে একটি নির্দেশিকাও জারি করা হবে বলে জানিয়েছেন তিনি ।