পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাঘের কবল থেকে প্রভুকে বাঁচাল পোষ্য

জঙ্গলের মধ্যে বাঘের কবল থেকে এক যুবককে বাঁচাল তার পোষ্য । বাঘটিকে আক্রমণ করতে দেখেই ডাকাডাকি শুরু করে কুকুরটি ।

attack

By

Published : Jun 4, 2019, 3:37 PM IST

Updated : Jun 4, 2019, 3:43 PM IST

সেওনি (মধ্যপ্রদেশ), 4 জুন: বাঘের কবল থেকে প্রভুকে বাঁচাল পোষ্য । আক্রান্ত যুবকের নাম পঞ্চানন গাজভিয়া । মধ্যপ্রদেশের সেওনি এলাকার ঘটনা । গতকাল পঞ্চাননকে বাঘের কবল থেকে বাঁচায় তার পোষা কুকুর ।

গাজভিয়ার মায়ের কথায়, "আমাদের পোষা কুকুরটাই আমার ছেলেকে বাঁচিয়েছে । প্রকৃতির ডাকে সাড়া দিতে ছেলে জঙ্গলে গেছিল । তখনই পেছন থেকে ওকে বাঘ আক্রমণ করে । আমাদের পোষা কুকুর ছেলের সঙ্গেই ছিল । বাঘটিকে দেখে ও ডাকতে শুরু করে । সঙ্গে সঙ্গে আরও কয়েকটি কুকুর সেখানে এসেএকসঙ্গে ডাকাডাকি শুরু করে । কোনও রকমে বাঘের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে আসে আমার ছেলে ।"

গাজভিয়ার প্রতিক্রিয়া, "আমি জঙ্গলে গেছিলাম। তখনই আমায় একটা বাঘ আক্রমণ করে । ভাগ্য ভালো, আমার পোষা কুকুরটি সঙ্গেই ছিল । ওই আমায় বাঁচিয়েছে ।"

বনাধিকারিক রাকেশ কুডাপে বলেন, "আমায় আক্রান্ত যুবক জানিয়েছে, ওকে বাঘের কবল থেকে ওর পোষা কুকুরটি বাঁচিয়েছে ।"

Last Updated : Jun 4, 2019, 3:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details