নয়ডা, 30 ডিসেম্বর : ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কম থাকায় দুর্ঘটনার কবলে গাড়ি ৷ মৃত্যু হল 6 জনের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ৷ গুরতর আহত আরও 5 জন ৷
ঘন কুয়াশা, গাড়ি দুর্ঘটনায় মৃত 6 - দিল্লি
11 জনই একটি গাড়ি করে সম্বল থেকে দিল্লি যাচ্ছিল ৷ কিন্তু রবিবার রাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় চালক নিয়ন্ত্রণ হারান ৷ রাস্তার পাশে ক্যানেলে গাড়িটি পড়ে যায় ৷
পুলিশ সূত্রে পাওয়া খরব অনুযায়ী, মোট 11 জনই একটি গাড়ি করে সম্ভল থেকে দিল্লি যাচ্ছিল ৷ কিন্তু রবিবার রাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কম থাকায় চালক নিয়ন্ত্রণ হারান ৷ রাস্তার পাশে ক্যানেলে গাড়িটি পড়ে যায় ৷ 11 জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে 6 জনকে মৃত ঘোষণা করা হয় ৷ বাকি 5 জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ৷
কয়েকদিন ধরের ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে গোটা দিল্লি জুড়ে ৷ তার মধ্যেই কুয়াশার কারণে দেরিতে চলছে 30টি ট্রেন ৷ তিনটি বিমানের গতিপথ অন্যত্র ঘোরানো হয়েছে ৷