পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নোটবন্দী তুঘলকি সিদ্ধান্ত, বললেন অমিত মিত্র - economy

অর্থমন্ত্রী বলেন, "আধুনিক উন্নয়নশীল অর্থনীতির ইতিহাসে একটিও এমন ঘটনা পাওয়া যাবে না, যেখানে এই রকম ভ্রান্ত, ইচ্ছামাফিক ও অপরিণত নীতি নিয়ে কোনও দেশ আর্থিক উন্নতি করছে ৷ দেশের অর্থনীতি নোটবন্দীর আগে বার্ষিক 8.1 শতাংশ হারে বৃদ্ধি হচ্ছিল ৷ বিগত ছয় বছরে এই আর্থিক বৃদ্ধির হার কমে দাড়িয়েছে 5 শতাংশে ৷

amit mitra
অমিত মিত্র

By

Published : Nov 28, 2019, 11:59 PM IST


দিল্লি, 28 নভেম্বর : আর্থিক মন্দা নিয়ে কেন্দ্রের সমালোচনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ তিনি বলেন, "নোটবন্দী থেকে শুরু করে GST, একের পর এক তুঘলকি সিদ্ধান্তের জেরেই এই আর্থিক মন্দা ৷"

অর্থমন্ত্রী বলেন, "আধুনিক উন্নয়নশীল অর্থনীতির ইতিহাসে একটিও এমন ঘটনা পাওয়া যাবে না, যেখানে এই রকম ভ্রান্ত, ইচ্ছামাফিক ও অপরিণত নীতি নিয়ে কোনও দেশ আর্থিক উন্নতি করছে ৷ দেশের অর্থনীতি নোটবন্দীর আগে বার্ষিক 8.1 শতাংশ হারে বৃদ্ধি হচ্ছিল ৷ বিগত ছয় বছরে এই আর্থিক বৃদ্ধির হার কমে দাড়িয়েছে 5 শতাংশে ৷ নোটবন্দী দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ৷ তার সাত মাসের মধ্যেই দ্বিতীয় ধাক্কাটি আসে ভারতের অর্থনীতিতে ৷ পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই বাজারে GST প্রণয়ন করায় আবারও থমকে দাড়ায় অর্থনীতি ৷"

অর্থমন্ত্রী বলেন, "নোটবন্দীর কোনও যথাযথ কারণ কেন্দ্র দেখাতে পারেনি ৷ কালো টাকা ফিরিয়ে আনার কথা বললেও তা ফেরৎ আসেনি ৷"

তিনি বলেন, "2017 সালের 1 জুলাই থেকে 17 টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কেন্দ্রে ও রাজ্য করে GST চালু হয়েছিল ৷ কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল রাজ্যগুলি যদি নতুন কর ব্যবস্থার কারণে কোনও ক্ষতির মুখোমুখি হয়, তবে প্রথম পাঁচ বছর কেন্দ্র সেই ক্ষতিপূরণ দেবে ৷ এই ক্ষতিপূরণ প্রতি মাসে মিটিয়ে দেওয়ার কথা ৷ কিন্তু গত অগাস্ট থেকে বকেয়া পড়ে আছে এই ক্ষতিপূরণের অর্থ ৷ সবমিলিয়ে পাঁচ রাজ্যের মোট 10 হাজার টাকা বকেয়া জমে আছে ৷ BJP শাসিত রাজ্যগুলিতেও একই অবস্থা ৷ কিন্তু তারা মুখ খুলছে না ৷" পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে GST কাউন্সিলের বৈঠক ডাকার জন্য চিঠিও লিখেছিলেন বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ৷

ABOUT THE AUTHOR

...view details