দিল্লি,11 এপ্রিল: প্রধানমন্ত্রীর কাছে, রাজ্যের প্রত্যেক দরিদ্র পরিবারের জন্য নগদ অর্থ দাবি করুন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নানা রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের আগে কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম এই অনুরোধ করেন । তিনি প্রতিটি দরিদ্র পরিবারকে নগদ অর্থ দেওয়ার দাবি জানান। বলেন, মুখ্যমন্ত্রীদের এই দাবি করা উচিত প্রধানমন্ত্রীর কাছে ৷
চিদম্বরম বলেন, কোরোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের ফলে গরিব মানুষ তাঁদের কাজকর্ম হারিয়েছেন । তাঁদের যা কিছু সঞ্চয় শেষ হয়েছে। তাঁদের এখন নিখরচায় খাদ্যের জন্য খাবারের লাইনে দাঁড়াতে হচ্ছে । তিনি বলেন, দরিদ্রদের আর্থিক অবস্থার পুনর্নির্মাণের জন্য ব্যয় হবে মাত্র 65,000 কোটি টাকা । এই অর্থ ভারতীয় অর্থনীতির পক্ষে বহন করা সম্ভব ।