পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি বিশ্ববিদ্যালয়ে জয়ের ধারা অব্যাহত ABVP-র

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মূল চারটি আসনের মধ্যে তিনটিতেই জিতল ABVP ৷

দিল্লি বিশ্ববিদ্যালয়ে জয়ের ধারা অব্যাহত ABVP-র

By

Published : Sep 13, 2019, 4:27 PM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশিত হল ৷ মূল চারটি আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ৷ RSS সমর্থিত ছাত্র সংগঠনটি গত বছরের মতো এবারও নিজেদের দখলে রেখেছে সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকের আসনটি ৷ এদিকে সম্পাদকের আসনটি দখলে রেখেছে কংগ্রেস সমর্থিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) ৷

গণনা শুরুর সময়ই বোঝা গিয়েছিল পাল্লা ভারী ABVP-র দিকেই ৷ 16 জন প্রার্থী চারটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই ছাত্র সংসদ নির্বাচনে । এই চারটি পদ হল সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক । বিশ্ববিদ্যালয়ের মুখ্য নির্বাচন কমিনার অশোক প্রসাদ বলেন, 40 শতাংশ ভোট পড়েছিল ৷ তবে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ বদলে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷ বলেন, ''রাজনীতিতে আগ্রহ নেই এখনকার ছাত্রদের'' ৷

52টি কলেজের প্রায় 1.44 লাখ নথিভুক্ত ভোটদাতা চলতি বছরে ভোট দিয়েছে ৷ ভোট পড়েছে 144টি বৈদ্যুতিন ভোটযন্ত্রে ৷ গত বছরে ভোট পড়েছিল প্রায় 44.5 শতাংশ ৷

চলতি বছরে সভাপতির পদে ABVP-র হয়ে প্রার্থী ছিলেন অক্ষিত দাহিয়া । সহ-সভাপতির পদে দাঁড়িয়েছেন প্রদীপ তনওয়ার । সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে লড়েছিলেন যোগিত রাথি ও শিবাঙ্গি খেরওয়াল ।

ABOUT THE AUTHOR

...view details