দিল্লি, ২৫ ফেব্রুয়ারি : দু'দিন ধরে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকা । পরিস্থিতি নিয়ন্ত্রণে তো আসেইনি, যত সময় গড়িয়েছে তা আরও উত্তপ্ত হয়েছে । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের । আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য অনেকেই দিল্লি পুলিশকে দায়ি করেছেন । তার উপর ছড়িয়ে পড়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দিল্লি পুলিশ পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী না পাওয়াতেই নাকি সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা যায়নি । এই তথ্য সঠিক নয় বলে জানিয়ে দিল দিল্লি পুলিশ ।
সংবাদসংস্থা ANI-কে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পটনায়েক বলেন, "এই তথ্য ঠিক নয় । আমাদের পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রয়েছে এবং সবসময় আমাদের সহযোগিতা করে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ।"