দিল্লি, 18 মে : প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে আজ সন্ধ্য়ায় গ্রেপ্তার করে দিল্লি পুলিশ । কিছুক্ষণ পরই আবার ছেড়ে দেওয়া হয় তাঁকে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে স্বশস্ত্র বাহিনী মোতায়েনের দাবিতে আজ দিল্লির রাজঘাটে ধরনায় বসেছিলেন তিনি । সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারির কথা নিজেই টুইটে জানিয়েছেন যশবন্ত সিনহা।
অনেক ক্ষেত্রেই মোদি সরকারের তীব্র সমালোচক যশবন্ত সিনহা। লকডাউনের পর একাধিক ইশুতে সরব হন তিনি। যার মধ্যে পরিযায়ী শ্রমিক সমস্যা ছিল অন্যতম । তাঁর কথায় লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বা তাঁদের সাহায্য করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার । সেজন্যই বাধ্য হয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন শ্রমিকরা। যার ফল, দেশের কোথাও না কোথাও প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন তাঁরা । দিনের পর দিন এই অব্যবস্থার জন্য কাছের মানুষকে হারাচ্ছেন পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি ।