পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

৭২ ঘণ্টার জন্য পাঁচ জায়গায় জারি সর্বোচ্চ সতর্কতা

দিল্লি, মুম্বই শহর ও পঞ্জাব, রাজস্থান ও গুজরাত রাজ্যে জারি করা হল সর্বোচ্চ সতর্কতা। এই পাঁচ জায়গায় আগামী ৭২ ঘণ্টার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

জারি সর্বোচ্চ সতর্কতা

By

Published : Feb 27, 2019, 10:31 AM IST

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি : দিল্লি, মুম্বই শহর ও পঞ্জাব, রাজস্থান ও গুজরাত রাজ্যে জারি করা হল সর্বোচ্চ সতর্কতা। জইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংসের পর জঙ্গিরা ভারতে ফের হামলা চালাতে পারে। এই আশঙ্কায় এই পাঁচ জায়গায় আগামী ৭২ ঘণ্টার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লি, মুম্বই, পঞ্জাব, রাজস্থান ও গুজরাতের পাশাপাশি পরমাণু উৎক্ষেপণ কেন্দ্র, বিমানবাহিনী, নৌবাহিনী ও ক্যাম্প পার্শ্ববর্তী এলাকাগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এক শীর্ষ গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, এই শহরগুলিতে লিখিতভাবে সতর্কতা জারি করা হয়নি ঠিকই তবে সবাইকে মৌখিকভাবে জানানো হয়েছে।

পাকিস্তান সীমান্ত লাগোয়া পঞ্জাবের পাঁচ জেলা গুরুদাসপুর, তর্ন তারান, অমৃতসর, ফিরোজ়পুর, ফজিলকায় বিশেষ সতর্কতা জারি হয়েছে। নাগরিকদের সুরক্ষার জন্য পুলিশ আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এখনই সীমান্ত এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়নি।

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ইনটেলিজেন্স বিউরো ও সীমান্তের জেলাগুলির IG-র সঙ্গে দেখা করেছেন। সেনা, BSF ও কোস্টগার্ডের সঙ্গে গুজরাত পুলিশকে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। সেনা সূত্রে খবর, ভারত-পাকিস্তান সীমান্তে আগামী তিনদিনের সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details