পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্ভয়া মামলায় ফাঁসিতে স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন : কাল নির্দেশ দিল্লি হাইকোর্টের - HC order on Centre's plea wednesday

1 ফেব্রুয়ারি নির্ভয়া মামলায় চার সাজাপ্রাপ্তর ফাঁসি হওয়ার কথা ছিল । কিন্তু তাদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করায় নির্ধারিত দিনের আগে চারজনেরই ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দেয় পাতিয়ালা হাউজ় কোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করে কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ।

Nirbhaya case
প্রতীকী ছবি

By

Published : Feb 5, 2020, 12:04 AM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি : নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় চার সাজাপ্রাপ্তের ফাঁসিতে স্থগিতাদেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছিল কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ । এই আবেদনের প্রেক্ষিতে বুধবার নির্দেশ দিতে চলেছে দিল্লি হাইকোর্ট ৷

1 ফেব্রুয়ারি নির্ভয়া মামলায় চার সাজাপ্রাপ্তর ফাঁসি হওয়ার কথা ছিল । কিন্তু তাদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করায় নির্ধারিত দিনের আগে চারজনেরই ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দেয় পাতিয়ালা হাউজ় কোর্ট । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করে কেন্দ্রীয় সরকার ও তিহার জেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন : নির্ভয়ার মাকে চ্যালেঞ্জ আইনজীবীর ‘ ফাঁসি হতে দেবেন না’

এর আগে 2 ফেব্রুয়ারি বিশেষ শুনানি হয়েছিল ৷ কিন্তু দু'পক্ষের বক্তব্য শুনে কোনও নির্দেশ দেওয়া হয়নি দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে ৷

অন্যদিকে আজ নির্ভয়ার বাবা, মা আজ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ৷ কেন্দ্রের আবেদনে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন ৷ নির্ভয়ার বাবা, মায়ের হয়ে আইনজীবী জীতেন্দ্র ঝা বলেন, "সরকারের আবেদনের দ্রুত নিষ্পত্তি করা হোক ৷ তাই আমি বিষয়টি আজ আদালতে তুলে ধরি ৷ "

আরও পড়ুন : নির্ভয়া মামলায় সাজাপ্রাপ্তরা দেশের ধৈর্য নিয়ে খেলছে, দিল্লি হাইকোর্টে বলল কেন্দ্র

এর আগে 31 জানুয়ারি পাতিয়ালা হাউজ় কোর্ট ফাঁসির উপর স্থগিতাদেশ জারি করে ৷ দোষীদের তরফের আইনজীবী এ পি সিং জানিয়েছিলেন, অনির্দিষ্টকালের জন্য পিছল ফাঁসি ৷ আদালতের তরফে মৃত্যুদণ্ডও বাতিল করা হয়েছে ৷ আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না ৷ এখনও অনেক আবেদন পড়ে আছে ৷

আরও পড়ুন : নির্ভয়া কাণ্ড : অনির্দিষ্টকালের জন্য ফাঁসিতে স্থগিতাদেশ

নিম্ন আদালতের এই রায়ে হতাশ হয়েছিলেন নির্ভয়ার মা ৷ তিনি জানিয়েছিলেন, "তারিখ পিছিয়েছে বলে আমার দুঃখ নেই ৷ তবে, ওই চারজনের আইনজীবী আমাকে আদালতের ভিতর চ্যালেঞ্জ করে বলেন, তাদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য হবে না ৷ দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার শুনুক ৷ যদি ফাঁসি পিছোনোরই ছিল তো, সারাদিন সময় নেওয়ার কী ছিল ৷ এরপরও আমি লড়ব ৷"

ABOUT THE AUTHOR

...view details