দিল্লি, 1 ডিসেম্বর : নির্ভয়া গণধর্ষণে আসামির ক্ষমাপ্রার্থনা নাকচ করার আবেদন জানাল কেজরিওয়াল সরকার ৷ 2012 সালের রাজধানীতে প্যারামেডিকেল ছাত্রীকে ধর্ষণে তোলপাড় হয়েছিল গোটা দেশ ৷ মামলায় দিল্লি হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই জায়গাতেই অপরাধীদের জন্য সর্বোচ্চ শাস্তি বহাল করে ৷ মৃত্যুদণ্ডের সাজা মকুবের আবেদন নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল অপরাধীরা ৷
দিল্লি নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত 6 আসামির একজন জেলেই আত্মহত্যা করেছিল ৷ অন্য এক অপরাধী নাবালক হওয়ায় 3 বছরের সর্বাধিক শাস্তি জানিয়েছে আদালত ৷ 2015 সাল থেকে মুক্তি পেয়েছে সে ৷ বাকি 4 অপরাধীকে 2013 সালে সর্বোচ্চ অপরাধের রায় দেয় ট্রায়াল কোর্ট ৷ 2014 সালে এই রায়ই বহাল রেখেছিল দিল্লি হাই কোর্ট ৷ মামলা পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা ৷ 2017 সালে দিল্লি হাই কোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷
আরও পড়ুন :দিল্লিতে যুবতিকে গণধর্ষণ, গ্রেপ্তার 4