পশ্চিমবঙ্গ

west bengal

SCO-র বৈঠকে উপস্থিত থাকতে রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

By

Published : Sep 3, 2020, 11:20 AM IST

Updated : Sep 4, 2020, 6:55 AM IST

গতকালই বৈঠকে যোগ দিতে মস্কো পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । সাংহাই কোঅপারেশনের বৈঠকে যোগ দেওয়া ছাড়াও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে তাঁর ।

Rajnath Singh
রাজনাথ সিং

মস্কো, 3 সেপ্টেম্বর : তিনদিনের সফরে রাশিয়ায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । যোগ দেবেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের গুরুত্বপূর্ণ বৈঠকে । দ্বিপাক্ষিক স্তরে প্রতিরক্ষার বিষয়ে বৈঠক করবেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সারজেই শোইগুর সঙ্গেও ।

ভারত ছাড়াও সাংহাই কর্পোরেশনের বৈঠকে উপস্থিত থাকবেন সদস্য রাষ্ট্র চিন, কাজ়াঘস্তান, কিরঘিজ়স্থান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজ়বেকিস্তানের প্রতিনিধিরা । থাকবেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীও । সন্ত্রাসবাদী কার্যকলাপ সহ একাধিক বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে ।

গতকালই বৈঠকে যোগ দিতে মস্কোয় পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । সাংহাই কোঅপারেশনের বৈঠকে যোগ দেওয়া ছাড়াও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে তাঁর । মস্কোর উদ্দেশে রওনা হওয়ার আগে রাজনাথ সিং টুইটে জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে আলোচনা হবে । একাধিক বিষয়ের চুক্তিও হবে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, S-400 মিজ়াইল ভারতে সময়মতো সরবরাহের জন্য রাশিয়ার কাছে আবেদন জানাবেন প্রতিরক্ষামন্ত্রী । এই মিজ়াইল ভারতে পৌঁছানোর কথা রয়েছে 2021-এর শেষের দিকে ।

এর আগে চলতি বছরের জুনে তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন ।

Last Updated : Sep 4, 2020, 6:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details