দিল্লি,30 জুলাই : প্রতিরক্ষা দুর্নীতি মামলায় সমতা পার্টির প্রাক্তন প্রধান জয়া জেটলি সহ আরও ২ জনকে CBI-এর বিশেষ আদালত চার বছরের কারাদণ্ড দিল ৷ আদালতে ইন-ক্যামেরায় অনুষ্ঠিত শুনানির পর তিন দণ্ডপ্রাপ্তের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেছে ৷ তাদের বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে বিচারপতি।
বৃহস্পতিবার একটি দুর্নীতি মামলায় রায় দিতে গিয়ে বিশেষ আদালত এই তিন অভিযুক্তকে চার বছরের কারাদণ্ডে দন্ডিত করেছে। জেটলি, তার দলের সাবেক সহকর্মী গোপাল পাচেরওয়াল এবং মেজর জেনারেল SP মুরগাই (অবসরপ্রাপ্ত) এর আগেও অপরাধ, ষড়যন্ত্র ও দুর্নীতির জন্য দোষী ছিলেন।
নিউজ পোর্টাল তেহলকার স্টিং অপারেশনের পরে CBI এই মামলাটি নথিভুক্ত করে। স্টিং অপারেশনে, মিসেস জেটলি ওয়েস্টেন্ড ইন্টারন্যাশনাল নামে একটি অস্তিত্বহীন সংস্থার প্রতিনিধিত্বকারী ম্যাথিউ সামুয়ালের কাছ থেকে 2 লাখ টাকা গ্রহণ করছেন বলে দেখা গিয়েছে। অন্যদিকে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে 20হাজার টাকা নিতে দেখা যায় ৷
তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজের সরকারি বাসভবনে ২৮ ডিসেম্বর, 2000 সালে মিসেস জেটলির সঙ্গে বৈঠককালে, মিঃ স্যামুয়েল তাকে 2 লাখ টাকা অফার করেন। তিনি তাকে মিঃ পাচেরওয়ালের কাছে এই অর্থ দিতে বলেন এবং তাকে তার সহায়তার আশ্বাস দেন বলে খবর ।
25 শে ডিসেম্বর, 2000 ৷ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সুরেন্দ্র কুমার সুরেখা, থার্মাল ইমেজারগুলির জন্য প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে মূল্যায়ন সংক্রান্ত একটি চিঠি পেতে মিঃ স্যামুয়েলকে সহায়তা করতে সম্মত হন। তারা আরও বলেছিল যে তারা এরফলে তাকে মিসেস জেটলির সঙ্গে পরিচয় করিয়ে দেবে।
তহেলকা ডট কম নামক নিউজ পোর্টাল এই স্টিং অপারেশন করে ৷ এর নাম ছিল ‘অপারেশন ওয়েস্টেন্ড’৷ 2001 সালের জানুয়ারি মাস ৷ সঙ্গে থাকা গোপন ক্যামেরা নিয়ে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের ঘনিষ্ঠদের অন্দরমহলে পৌঁছে যান সাংবাদিক ম্যাথু স্যামুয়েল । এই ম্যাথু স্যামুয়েলই পরবর্তীকালে পশ্চিমবঙ্গে স্টিং অপারেশন করেন ৷ নারদ ফুটেজে দেখা যায় বেশ কয়েকজন তৃণমূল নেতামন্ত্রীরা তাঁর কাছে টাকা নিচ্ছেন ৷ তহেলকা মামলার রায় বের হল প্রায় 20 বছর পর ৷ নারদা মামলা এখনও কিন্তু বিচারাধীন ৷
তহেলকা কাণ্ডের কথা প্রায় সকলেরই মনে থাকবে ৷ ক্ষমতাশালী রাজনীতিকদের ঘুষ নেওয়ার ফুটেজ ফাঁস হয়েছিল 2001 সালে । সেই ঘটনা নাড়িয়ে দেয় ভারতীয় রাজনীতিকে । আজ প্রতিরক্ষা দুর্নীতি মামলায় CBI-এর বিশেষ আদালত বৃহস্পতিবার দোষী ঘোষণা করল জয়া জেটলি সহ তাঁর দুই সহকারীকে। বিচারক বীরেন্দ্র ভাট এই রায় দেন ৷ তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের ঘনিষ্ঠ বান্ধবী জয়া জেটলি, সমতা পার্টির আরও এক নেতা গোপাল পাচেরওয়াল এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল SP মুরগাইকে চার বছরের কারাদণ্ডের আদেশ শোনান বিচারপতি ।