অঞ্চতগেরি (কর্নাটক), 29 ডিসেম্বর : রোজ সকালে স্কুল খুললেই গেটের বাইরে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকেন তিনি ৷ উদ্দেশ্য একটাই ৷ স্কুলের ঢোকার মুখে পড়ুয়াদের কাছ থেকে প্লাস্টিক বোতল ও ব্যাগ সংগ্রহ করতে হবে ৷ লক্ষ্য একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা ৷ তবে, প্রতিটি প্লাস্টিক বোতলের পরিবর্তে পড়ুয়াদের হাতে দু'টাকা করে তুলে দেন তিনি ৷ বাসবরাজ বিদ্নাল ৷ কর্নাটকের ধরওয়াড় জেলার অঞ্চতগেরি গ্রাম পঞ্চায়েতের প্রধান ৷
একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে কর্নাটকের যে সমস্ত গ্রামগুলি পদক্ষেপে করেছে, তাদের মধ্যে প্রথম অঞ্চতগেরি গ্রাম পঞ্চায়েত ৷ গ্রামটি প্লাস্টিক কাপ, ক্যারি ব্যাগ ও বোতলে ভরে গিয়েছিল ৷ যার ফলে গ্রামবাসীদের শারীরিক অবস্থাতেও অবনতি হচ্ছিল ৷ গ্রামটিকে প্লাস্টিকমুক্ত করে তোলার স্বপ্ন দেখেছেন বাসবরাজ ৷ তিনি স্কুলের বাচ্চাদের কাছ থেকে এখনও পর্যন্ত 16 হাজার প্লাস্টিক বোতল সংগ্রহ করেছেন ৷
বাসবরাজ বলেন, "শুরুতে শুধু একটা বোতল ছিল ৷ কেউ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চাইছিল না ৷ অনেকে প্লাস্টিকমুক্ত জীবনযাপনের বুদ্ধিকে হেসে উড়িয়ে দিয়েছিল ৷ কিন্তু, এই বাধা মানতে আমি কোনও মতেই রাজি ছিলাম না ৷ তারপর, স্কুল পড়ুয়াদের সাহায্য নিয়ে আমি স্বপ্ন পূরণ করতে শুরু করি ৷" প্রথমে তাঁর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বেশ সমস্যায় পড়তে হয় ৷ পরে যদিও, পড়ুয়াদের অংশগ্রহণ গ্রামবাসীদের চিন্তাধারাকে বদলাতে শুরু করে ৷