পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিক বন্ধে সচেতনতা বাড়াচ্ছে শ্যাম বৈরাগীর নতুন গান - mandla

মোদির প্লাস্টিক বন্ধের অভিযানে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রদেশের মন্ডলার গায়ক ও গীতিকার শ্যাম বৈরাগী নতুন গান লিখে ফেলেছেন ৷ 'গাড়িওয়ালা আয়া ঘর সে কচড়া নিকাল' গানে শ্যাম প্লাস্টিকের কুফলগুলোকে তুলে ধরেছেন ৷

শ্যাম বৈরাগীর নতুন গান
শ্যাম বৈরাগীর নতুন গান

By

Published : Dec 25, 2019, 7:35 AM IST

মন্ডলা (মধ্য প্রদেশ), 25 ডিসেম্বর : একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে পরিবেশগত বিপর্যয় দেখে দেশবাসীকে প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অভিযানে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রদেশের মন্ডলার গায়ক ও গীতিকার শ্যাম বৈরাগী নতুন গান লিখে ফেলেছেন ৷ 'গাড়িওয়ালা আয়া ঘর সে কচড়া নিকাল' গানে শ্যাম প্লাস্টিকের কুফলগুলোকে তুলে ধরেছেন ৷

কে এই শ্যাম বৈরাগী ?

মন্ডলার ইন্দ্রি গ্রামের বাসিন্দা শ্যাম বৈরাগী ৷ পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৷ আঞ্চলিক ভাষাতেই তাঁর সঙ্গীত জগতের যাত্রা শুরু ৷ এখনও পর্যন্ত প্রায় 35টি গান লিখে ফেলেছেন তিনি ৷ তিনি তাঁর গানের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রচারের পাশাপাশি গ্রামে ছড়িয়ে পড়া রোগ সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করেন ৷

শ্যাম বৈরাগী অনেক গান লিখলেও তাঁর লেখা 'গাড়িওয়ালা আয়া, ঘর সে কচড়া নিকাল' অনেক বেশি জনপ্রিয় হয়েছে ৷ শুধু ছত্তিশগড় নয়, সারা দেশে এই গান সাড়া ফেলেছে ৷ অনেক জায়গায় সকালে ময়লা পরিষ্কারের সময় গানটি চালানো হয় ৷ এই গানটিই বৈরাগীকে গুজরাতে গান্ধি জয়ন্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে সাহায্য করেছিল ৷ সেখানে মোদির সঙ্গে দেশজুড়ে আরও অনেক পরিবেশ পরিষ্কারে উৎসাহীরা উপস্থিত ছিলেন ৷ এই অনুষ্ঠানের পর তিনি 'প্লাস্টিক টাটা টাটা, প্লাস্টিক বাই বাই' ৷

দেখুন ভিডিয়ো

শ্যাম বৈরাগী বলেন, "প্লাস্টিক প্রাণী, মানুষ, পৃথিবী সকলের জন্যই ক্ষতিকারক ৷ এখন যদি প্লাস্টিকের বিরুদ্ধে রুখে না দাঁড়ানো যায়, তাহলে এমন দিন আসতে বেশি দেরি নেই যখন মানুষ এক ইঞ্চি পরিষ্কার জায়গার জন্য লড়াই করবে ৷"

দেশের বেশিরভাগ গ্রাম ও শহরগুলি বিষাক্ত প্লাস্টিকের বর্জ্য দ্বারা ক্ষতিগ্রস্ত ৷ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিগুলি সম্পর্কে জানা সত্ত্বেও আমরা এখনও এটি ব্যবহার করি ৷ এসব কারণে আমরা এমন একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছি, যেখানে জমিগুলি ফসলহীন, নদীতে জল থাকবে না ৷ গোটা বিশ্ব প্লাস্টিকের নিচে চাপা পড়ে যাবে ৷ সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের পরিমাণ এতটাই বেশি যে, এই প্লাস্টিক দিয়ে ভূপৃষ্ঠকে তিনবার ঢেকে দেওয়া যাবে ৷ যেহেতু প্লাস্টিককে নষ্ট করার মতো তাপমাত্রা বা প্রয়োজনীয় চাপ পৃথিবীতে নেই ৷ তাই, রূপ বিকৃত না করে হাজার বছর ধরে প্লাস্টিক একইরকম থেকে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details