পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিলঙে মৃতের সংখ্যা বেড়ে 2, জারি কারফিউ

CAA নিয়ে মেঘালয়ের রাজধানী শিলঙে KSU অ্যাক্টিভিস্ট এবং পূর্ব খাসি হিল জেলার ইছামতী এলাকার অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ৷ যার জেরে গত 48 ঘণ্টায় শিলঙে মৃত্যু হয়েছে দু'জনের ৷ এখনও পর্যন্ত গ্রেপ্তার মোট 8 জন ৷ শুক্রবারের পর শনিবার ফের শিলঙের বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে কারফিউ ৷

curfew reimposed in Shillong
কারফিউ জারি শিলঙে

By

Published : Mar 1, 2020, 11:21 AM IST

শিলং, 1 মার্চ : CAA নিয়ে বিক্ষোভের জেরে গত 48 ঘণ্টায় শিলঙে মৃত্যু হল দু'জনের ৷ ভিন রাজ্যের শ্রমিককে খুনের ঘটনায় শিলঙে স্থানীয় জনজাতি ও অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে ৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার KSU অ্যাক্টিভিস্ট এবং পূর্ব খাসি হিল জেলার ইছামতী এলাকার অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে ৷ ঘটনায় 7 জন জখম হয় ৷ CAA এবং Pro-ILP (ইনার-লাইন পারমিট) নিয়ে একটি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ৷ এরপরই রাজ্যের 11টি জেলার মধ্যে 6টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷

ইন্টারনেট পরিষেবা চালু হলেও শনিবার নতুন করে হিংসার ঘটনা প্রকাশ্যে আসায় ফের পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ শিলঙের বিস্তীর্ণ এলাকায় জারি করা হয় কারফিউ ৷

শনিবার ফের কারফিউ জারি করা হয়েছে শহর ও শহরতলিতে ৷ "আজ (শনিবার) শহরের দু'টি থানা এলাকায় ফের জারি করা হয়েছে কারফিউ ৷" জানিয়েছেন পূর্ব খাসি হিল জেলার ডেপুটি কমিশনার ৷

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ সংঘর্ষপ্রবণ এলাকায় আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ শুক্রবারের ঘটনার পর মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ পাশাপাশি, মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details