মুম্বই, ৩ জুন : আর কিছুক্ষণের মধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের কাছে আছড়ে পড়বে নিসর্গ। 100 বছরের বেশি সময়ের পর এরকম ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে মহারাষ্ট্র। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ঘণ্টায় 11 কিলোমিটার বেগে উত্তর মহারাষ্ট্র উপকূলের দিকে এগিয়ে আসছে নিসর্গ। এটি রাত আড়াইটা নাগাদ আলিবাগের 200 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মুম্বইয়ের 250 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করেছে।
এদিকে বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি অনেকটাই সেরে রেখেছে মহারাষ্ট্র। 30টির বেশি NDRF টিম প্রস্তুত রাখা হয়েছে। মুম্বইয়ে 93টি লাইফ গার্ড, উদ্ধারকারী নৌকা, জেট কি প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দমকলের 150 জন কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। আগাম সতর্কবার্তা পেয়ে সমুদ্র থেকে ফিরে এসেছেন মৎস্যজীবীরা।
এদিকে আজ সকাল থেকে কেউ যাতে সৈকত এলাকা বা পার্কের কাছে জড়ো না হন তারজন্য গতরাতে প্রচার চালায় মুম্বই পুলিশ। নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। মহারাষ্ট্র ছাড়াও গুজরাত, দমন ও দিউ এবং দাদর ও নগর হাভেলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।