পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্রীসান্থের বাড়িতে আগুন - edapalli

গতকাল গভীর রাতে আগুন লাগে এডাপল্লি বাড়ির একতলায় । সেই সময় বাড়িতে ছিলেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী, সন্তান ও দুই পরিচারিকা ।

শ্রীসান্থের বাড়িতে আগুন

By

Published : Aug 24, 2019, 11:58 AM IST

তিরুবনন্তপুরম, 24 অগাস্ট : ক্রিকেটার এস শ্রীসান্থের বাড়িতে আগুন । গতকাল গভীর রাতে আগুন লাগে এডাপল্লি বাড়ির একতলায় । সেই সময় বাড়িতে ছিলেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী, সন্তান ও দুই পরিচারিকা । ঘটনায় কেউ আহত হয়নি বলে খবর । তবে আগুনে ভস্মীভূত হয় বাড়ির হলঘর ও বেডরুম ।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকল । দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন দ্রুত । অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় চারজনকেই ।

স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই বারবার শিরোনামে এসেছেন কেরলের স্পিডস্টার শ্রীসান্থ ৷ দিন কয়েক আগে তাঁর নির্বাসন কমানোর সিদ্ধান্ত জানিয়েছিল আদালত ৷ এর ফলে আগামী বছরের সেপ্টেম্বর থেকে আবার ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন শ্রীসান্থে । সুখবরের মধ্যেই বড় বিপদের মুখোমুখি হতে হল ক্রিকেটারের পরিবারকে ।

ABOUT THE AUTHOR

...view details