দিল্লি, 27 জুলাই : সচিন পাইলট ও 18 জন বিধায়কের বিরুদ্ধে SLP (স্পেশাল লিভ পিটিশন) প্রত্যাহার করলেন রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশি ৷ সুপ্রিম কোর্টে SLP প্রত্যাহারের আবেদন জানান তিনি ৷ জোশির আবেদন মঞ্জুর করে দেশের শীর্ষ আদালত ৷
সচিন পাইলট ও 18 বিধায়কের বিরুদ্ধে SLP প্রত্যাহার রাজস্থানের স্পিকারের
হাইকোর্ট বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না, এই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার সি পি জোশি ৷ আজ সেই আবেদন প্রত্যাহার করেন তিনি ৷
23 জুলাই সুপ্রিম কোর্ট জানায়, সচিন বনাম কংগ্রেস মামলায় রাজস্থান হাইকোর্ট সিদ্ধান্ত জানাতে পারবে ৷ সচিন পাইলট ও 18 জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন জোশি । সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট ও বাকি 18 জন পাইলট ঘনিষ্ঠ বিধায়ক । এনিয়ে নিজের মতামত জানান বিধানসভার স্পিকার ।
হাইকোর্ট বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না । এই দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন জোশি । 23 জুলাই সেই আর্জি নাকচ করে দেয় শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, 24 জুলাই সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট । এরপর 24 জুলাই কংগ্রেসের বিরুদ্ধে সচিন পাইলটের দায়ের করা মামলায় স্থিতাবস্থা জারির নির্দেশ দেয় হাইকোর্ট ৷ এই মামলায় কেন্দ্রকেও পক্ষ হতে নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে ।