পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালার পুনরাবৃত্তি ! অন্ধ্রপ্রদেশে গ্রেনেড ভরতি ফল খেয়ে মৃত্যু একটি গোরুর - তিরুপতির খবর

চাঁদামামাপলে গ্রেনেড ভরা ফলের চিবানোর চেষ্টা করার পরে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় একটি গোরুর । ওই ফল বুনো শুয়োর শিকারের জন্য শিকারীরা ফেলে গিয়েছিল । স্থানীয়দের মতে, একই ধরনের ঘটনা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ।

গ্রেনেড ভরতি ফল খেয়ে মৃত্যু একটি গোরুর
গ্রেনেড ভরতি ফল খেয়ে মৃত্যু একটি গোরুর

By

Published : Oct 7, 2020, 4:03 PM IST

তিরুপতি(অন্ধ্রপ্রদেশ), 7 অক্টোবর : কেরালায় গ্রেনেড ভরতি ফল খেয়ে হাতির মৃত্যুর ঘটনা বেশিদিনের নয় । তোলপাড় হয়েছিল নেটদুনিয়া । সেই ঘটনার পুনারাবৃত্তি ফের একবার । এবার অন্ধ্রপ্রদেশে । চাঁদামামাপলের জঙ্গলে বুনো শুয়োর শিকারের জন্য গ্রেনেড স্টাফ করা ফল ফেলে রাখে শিকারীরা । কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই ফল মুখে দিয়ে প্রাণ গেল একটি গোরুর ।

স্থানীয় সূত্রে খবর, মাঠে গ্রেনেড আছে বলে জানতেন না রামবাবু নামে এক স্থানীয় চাষি । তাঁর গোরুটিকে কাছের জঙ্গলে চড়তে পাঠিয়েছিলেন । ওই গোরুটি গ্রেনেড ভরতি একটি ফল চিবানোর চেষ্টা করলে বিষ্ফোরণ ঘটে । শব্দ পেয়ে তড়িঘড়ি ছুটে যান রামবাবু সমেত স্থানীয়রা । কাছের একটি গ্রামের পশুচিকিৎসককে দিয়ে গোরুটির চিকিৎসাও করানো হয় । কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ।

অতীতে, জেলার বেদুরুকুপম মণ্ডল, পেদ্দাপাঞ্জানি এবং শান্তিপুরম মণ্ডলগুলির বেশ কয়েকটি গ্রামে একই ঘটনা ঘটেছে । স্থানীয়রা এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details