দিল্লি, 26 জুন : মানুষের সাধারণ জীবনযাত্রায় ছেদ টেনেছে কোরোনা ৷ এর ভয়াবাহতার কাছে হার মেনে গৃহবন্দী বহু মানুষ ৷ অনেকের মতে, সেই কারণে বেড়েছে আত্মহত্যার সংখ্যাও ৷ তবে , প্রত্যেকটি ঘটনার কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক আছে ৷ শত খারাপের মধ্যেও কোরোনার ভালো দিকটা ধরা পড়ল সড়ক নিরাপত্তা সম্পর্কিত সুপ্রিম কোর্ট কমিটির দেওয়া একটি তথ্যে ৷ এই তথ্যে দেওয়া পরিসংখ্যান বলছে, লকডাউন চলাকালীন অর্থাৎ 24 মার্চ থেকে 31 মে অবধি দেশে পথ দুর্ঘটনার কারণে মৃত্যেুর সংখ্যা কমে 62% হয়েছে ৷
দেশের , 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আগের বছরের মার্চ এবং মে মাসের পথ দুর্ঘটনায় মৃতদের পরিসংখ্যানের সঙ্গে চলতি বছরের মার্চ এবং মে মাসের পরিসংখ্যান তুলনা করলে দেখা যাবে যে, 8,976 জনের কম মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি কমেছে সরাসরি গাড়ি সংঘর্ষের ঘটনাও ৷ এখন তা দাঁড়িয়েছে প্রায় 25000 এরও কমে ৷
(সুপ্রিম কোর্টের তথ্যানুসারে) | 24 মার্চ -31 মে 2019 | 24 মার্চ -31 মে 2020 | শতকরা মৃতের হার কমেছে |
মোট মৃতের সংখ্যা | 37,018 | 11,645 | 68% |
দুর্ঘটনায় মারা গেছেন | 14,385 | 5,409 | 62.40% |
দুর্ঘটনায় আহত হয়েছেন | 36,453 | 9,667 | 72.70% |