মুম্বই, 27 মে : মহারাষ্ট্রে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যে সেখানে 54 হাজার অতিক্রম করেছে আক্রান্তের সংখ্যা । নতুন করে 2,091 জনকে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । রাজ্যে 36,004 জনের চিকিৎসা চলছে ।
মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা 54 হাজার ছাড়াল
মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা পেরোলো 54 হাজার । একদিনে 97 জনের মৃত্যু হয়েছে গতকাল । সুস্থ হয়ে উঠেছেন 16 হাজার 954 জন ।
মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা 54 হাজার 758 । এর মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1 হাজার 792 । সুস্থ হয়ে উঠেছেন 16 হাজার 954 জন । এই বিষয়ে প্রশাসনের এক আধিকারিক জানান," রাজ্যে দু'সপ্তাহে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে । তবে মত্যুর হার কমে গেছে । " যদিও গতকাল, একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 97 জনের । যা দেশে রেকর্ড।
অন্যদিকে, রাজ্যের কয়েকটি জায়গায় লকডাউন শিথিল করা যায় কি না সেই বিষয়ে আলোচনা করার জন্য সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও শরিকদলের মধ্যে বৈঠক হয়েছে । এর পাশাপাশি রাজ্যে কোরোনা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।