পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 18 হাজার

লকডাউন শিথিলের মাঝেই দেশে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ 24 ঘন্টায় 47 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 590 ৷

COVID-19 Tracker
কোরোনো ভাইরাস ট্রাকার

By

Published : Apr 21, 2020, 11:13 AM IST

দিল্লি, 21 এপ্রিল : দেশে বাড়ছে কোরোনা সংক্রমিতের সংখ্যা ৷ গত 24 ঘন্টায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 47 জন ৷ নতুন করে সংক্রমিত 1336 জন ৷ ফলে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 18601 ৷ মৃত 590 জন ৷

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাড়ানো হচ্ছে কোরোনা সংক্রমণ পরীক্ষার হারও ৷ বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে শুরু করা হয়েছে ব়্যাপিড পরীক্ষা ৷ 4500-5000 টাকার বিনিময়ে করানো হচ্ছে এই পরীক্ষা ৷ 48 ঘন্টার মধ্যেই যার রিপোর্ট হাতে মিলছে ৷

দেশে ও রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা

কোরোনা ভাইরাসের জেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে ক্যানসার রোগীদের ৷ বহু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছালেও কর্তৃপক্ষ ভরতি নিতে অস্বীকার করছে ৷

কাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন শিথিল করায় পথে দেখা যায় অফিস যাত্রীদের ৷ লকডাউনের মাঝে পথে বেরোনো সকলের পরিচয় পত্র ও অনুমতি পত্র যাচাই করে নেওয়া হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details