পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 1.5 লাখ ছাড়াল - Tamilnadu

দেশে ও রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ একদিকে আক্রান্তের সংখ্যা যেমন দেড় লাখ ছাড়িয়েছে, অন্যদিকে মৃতের সংখ্যাও পাঁচ হাজারের দিকে এগোচ্ছে ৷

COVID-19 Tracker
COVID-19 Tracker

By

Published : May 27, 2020, 11:40 AM IST

দিল্লি, 27 মে: একদিনেই মৃত 170 ৷ দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা যেমন ক্রমবর্ধমান, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ দেড় লাখ ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷

গত 24 ঘণ্টায় দেশে কোরোনা ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন 6387 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 1,51,767 ৷ এরমধ্যে সক্রিয় 83004 জন ৷ গত 24 ঘণ্টায় দেশে 170 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 4337-এ ৷

দেশে ও রাজ্যে কোরোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান

রাজ্যেও বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 193 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 4009 ৷ একদিনে পাঁচজনের মৃত্যুতে রাজ্যে মোট মৃতের সংখ্যা বর্তমানে 283 ৷ যদিও রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা 211 ৷

মহারাষ্ট্রে কোরোনা আক্রান্তের সংখ্যা 54,758 ৷ তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা বর্তমানে 17,728 ৷ গুজরাতে 14821, দিল্লিতে 14465 ৷ এছাড়াও অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷

ABOUT THE AUTHOR

...view details