পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা : নয়ডার সন্দেহভাজন 6 ব্যক্তি সংক্রমণমুক্ত - নয়ডা

অকারণে ভয় না পাওয়ার জন্য বার বার অনুরোধ করেছেন জেলাশাসক বি এন সিং ৷ সবকরম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বাসও দেন তিনি ৷

Coronavirus
ছবি

By

Published : Mar 4, 2020, 10:56 AM IST

Updated : Mar 4, 2020, 2:24 PM IST

দিল্লি, 4 মার্চ : নয়ডায় কোরোনা আক্রান্ত সন্দেহে পরীক্ষাধীন ছয় ব্যক্তির শরীরে ভাইরাসের কোনওরকম সংক্রমণ নেই বলে জানিয়ে দেওয়া হল ৷ ওই ছয়জন নয়ডায় এক ব্যক্তির বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল ৷ ঠিক তার পরের দিনেই সেই ব্যক্তির শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে ৷ এরপর থেকেই অনুষ্ঠানে উপস্থিত ওই ছয় ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷

তবে জেলাশাসক বি এন সিং জানিয়েছেন, সংক্রমণ না থাকলেও তাদেরকে আগামী 14 দিন বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হবে ৷ বলেছেন, "যদি আগামী দিনে তাদের শরীরে কোনও রকম উপসর্গ দেখা যায়, তবে তাদের আবারও পরীক্ষা করা হবে ৷"

আমজনতা যাতে অকারণে উদ্বিগ্ন না হন, সেই জন্যও অনুরোধ করেছেন তিনি ৷ বলেছেন, "সরকার ও প্রশাসন বিষয়টির দিকে কড়া নজর রাখছে ৷ সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷"

পাশাপাশি, জেলা প্রশাসনের তরফে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ করা নিয়ে কোনও নির্দেশিকা এখনও পাঠানো হয়নি বলেও জানান তিনি ৷ নয়ডায় আক্রান্ত ব্যক্তির সন্তান যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে, কোরোনার সংক্রমণের হদিশ মেলার পর থেকেই আতঙ্ক বেড়েছে সেখানে ৷ সেই স্কুলকে আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ পিছিয়ে দেওয়া হয়েছে স্কুলের যাবতীয় পরীক্ষাও ৷ এর আগেও অকারণে ভয় না পাওয়ার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী ৷

Last Updated : Mar 4, 2020, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details