পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে কোরোনা আক্রান্ত চিকিৎসক - corona india

কোরোনায় আক্রান্ত দিল্লির চিকিৎসক, রোগীরা গেলেন কোয়ারান্টাইনে ৷

দিল্লিতে কোরোনা আক্রান্ত চিকিৎসক
দিল্লিতে কোরোনা আক্রান্ত চিকিৎসক

By

Published : Mar 25, 2020, 11:21 PM IST

দিল্লি, 25 মার্চ : দিল্লির এক চিকিৎসক আক্রান্ত কোরোনায় ৷ COVID-19 পজ়িটিভ ধরা পড়েছে তাঁর ৷ উত্তর-পূর্ব দিল্লির মহল্লা ক্লিনিকে রোগী দেখতেন এই চিকিৎসক ৷

12 মার্চের থেকে 18 মার্চ মৌজপুরের ক্লিনিকে যে রোগীরা গিয়েছিলেন, তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৷ তবে ওই চিকিৎসকের বিদেশ ভ্রমণের কোনও বিষয় এখনও প্রকাশ্যে আসেনি ৷ বিদেশ থেকে আগত কারও সংস্পর্শে তিনি এসেছিলেন কি না, সে কথাও এখনও পর্যন্ত অজ্ঞাত ৷

দিল্লি সরকারের তরফে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার অংশ হিসেবে মহল্লা ক্লিনিক গড়ে উঠেছিল ৷ সেই ক্লিনিকেরই চিকিৎসকের নমুনায় ধরা পড়ল কোরোনা ৷

ABOUT THE AUTHOR

...view details