পুদুচেরি, 6 জুন : কোরোনা আক্রান্ত মৃত ব্যক্তির দেহ সৎকার করতে গিয়ে সমালোচনার মুখে পড়ল কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। মৃতদেহটি অমানবিকভাবে সৎকারের অভিযোগ উঠল স্যানিটারি শ্রমিকদের বিরুদ্ধে। প্রসঙ্গত, এই প্রথম পুদুচেরিতে কোরোনায় কারোর মৃত্যু হল। 44 বছরের চেন্নাই-এর এক বাসিন্দা কিছুদিন আগে পুদুচেরিতে শ্বশুরবাড়িতে যান। 4 জুন সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। গতকাল জানা যায় ওই ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাস রয়েছে। এরপর নিয়মানুযায়ী সরকারের পক্ষ থেকে দেহ সৎকারের প্রক্রিয়া শুরু হয়।
কোরোনা আক্রান্তের দেহ সৎকারে অশ্রদ্ধার অভিযোগ
কোরোনা আক্রান্তের দেহ সৎকারে চরম অশ্রদ্ধার অভিযোগ উঠল পুদুচেরিতে। একটি ভিডিয়োতে দেখা যায়, সরকারের লোকেরা খুব অযত্নের সঙ্গে দেহটি সৎকার করছে।
সৎকার নিয়েই সমালোচনার মুখে পড়ে সরকার। একটি ভিডিয়োতে দেখা যায়, খুবই অযত্নে দেহটি সৎকার করছেন শ্রমিকরা। সাদা কাপড়ে মোড়া দেহটি মাটিতে খোঁড়া গর্তের মধ্যে ছুড়ে ফেলে দেওয়া হয়।
এবিষয়ে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তির পরিবারের লোকেরা সৎকারের কাজে যোগ দিতে না চাওয়ায়, আমাদের লোকেরা ভয় পেয়ে যায়। কোরোনা সংক্রমণে মৃত ব্যক্তিদের সৎকারের জন্য আমরা আমাদের লোকেদের প্রশিক্ষণ দেব। পুদুচেরিতে এই প্রথম কোরোনায় কারোর মৃত্যু হল। পরবর্তী সময় বিষয়টি নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে।