আগ্রা, 9 মে: আগ্রায় কোরোনা আক্রান্তের সংখ্যা 700-র গণ্ডি ছাড়াল । এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 706 । গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 26 জন । মৃত্যু হয়েছে 23 জনের ।
জেলাশাসক পি এন সিং জানিয়েছেন, সুস্থ হয়ে ওঠায় এখনও পর্যন্ত 303 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । নতুন করে যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে বেশিরভাগই 42টি হটস্পট এলাকার মধ্যে কোনও না কোনও এলাকার বাসিন্দা । কোনওভাবে আক্রান্তদের সংস্পর্শে আসায় তাঁরাও আক্রান্ত হয়েছেন । জেলা স্বাস্থ্য বিভাগ এখনও পর্যন্ত 8,835 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করেছে । ফিরোজাবাদে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে 174 । মথুরায় নতুন করে দু'জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । মথুরায় আক্রান্তের সংখ্যা বেড়ে 38 ।
আগ্রা জেলা প্রশাসনের তরফে খবর, ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের জন্য নতুন কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । ফিরে আসার পর সেখানে তাঁদের 14দিন থাকতে হবে । ইতিমধ্যেই জেলার কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিশনাল কমিশনার অনিল কুমার বেশকিছু হটস্পট এলাকা ও সরকারি হাসপাতাল পরিদর্শন করেন । কোরোনা মোকাবিলায় প্রতিটি জায়গায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখেন তিনি । এছাড়াও শহরের সিনিয়র চিকিৎসকদের তরফে নাগরিকদের বারবার সচেতন হতে অনুরোধ করা হচ্ছে । নিজেদের সুরক্ষার্থে মেনে চলতে বলা হচ্ছে সরকারি নির্দেশিকা ।
অশোক ভিজ নামে এক চিকিৎসকের কথায়, "যতদিন না কোরোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হচ্ছে ততদিন সহজে কোরোনা মোকাবিলা করা যাবে না । এর থেকে বাঁচার একমাত্র পথ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা । সামাজিক দূরত্ব বজায় রাখা । এছাড়াও দরকারে প্রতিদিন সুষম খাবার খাওয়া ও ব্যায়াম করা ।"