বেঙ্গালুরু, 17 এপ্রিল: আবারও দেখা গেল পুলিশের মানবিক মুখ । ক্যানসার রোগীর ওষুধ আনতে মোটর বাইকে 430 কিলোমিটার পথ পাড়ি দিলেন এক হেড কনস্টেবল । বেঙ্গালুরু থেকে ধরওয়াদ বাইক চালিয়ে যান তিনি । পৌঁছে দেন ক্যানসার রোগীর যাবতীয় ওষুধ ।
মোটর বাইকে 430 কিলোমিটার পথ পাড়ি, ক্যানসার রোগীর ওষুধ আনলেন কনস্টেবল
লকডাউনের কারণে ওষুধ পাচ্ছিলেন না এক ক্যানসার রোগী । তাই 430 কিলোমিটার পথ মোটরবাইকে গিয়ে ওই রোগীর জন্য ওষুধ এনে দেন তিনি ।
ধরওয়াদের মনিকানগরের এক ক্যানসার রোগী ওষুধ আনাতেন বেঙ্গালুরুর ইন্দিরানগর থেকে । অনলাইনের মাধ্যমে ওষুধ অর্ডার করতেন তিনি । আর এই ধরওয়াদ থেকে ইন্দিরানগরের দূরত্বটা নেহাত কম নয় । 430 কিলোমিটার । লকডাউন জারি হয়ে যাওয়ার পর থেকে আর তিনি অনলাইনে ওষুধ পাচ্ছিলেন না । কারণ লকডাউনের জেরে ওষুধের ডেলিভারিও বন্ধ হয়ে গেছে । বিষয়টি তিনি ফোন করে পুলিশের হেড কনস্টেবল এস কুমারস্বামীকে জানান । সাহায্যের আবেদন করেন । সব শুনে মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেন কুমারস্বামী ।
ওষুধ কিনে মোটর বাইকে করে 430 কিলোমিটার পথ পাড়ি দেন হেড কনস্টেবল । তারপর তা রোগীর হাতে তুলে দেন । তাঁর এই ভূমিকার প্রশংসা করেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা । এই কাজের জন্য তাঁকে সম্মানিত করা হবে বলে জানানো হয়েছে ।