দিল্লি, 26 জুন : কোরোনা সংক্রমিত বর্ষীয়ান কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি । তবে তাঁর শরীরে ভাইরাসের যে উপসর্গ দেখা গেছে, তা খুবই সামান্য বলে জানা গেছে । সাংসদের শরীরে ভাইরাসের সংক্রমণের হদিস মেলার পরেই তাঁর দপ্তরের সকলের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে ।
জানা গেছে, পাঁচদিন আগেই তাঁর শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে । তখন থেকেই তিনি বাড়িতে আইসোলেশনে ছিলেন এবং যাবতীয় কাজকর্ম অনলাইনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই করছিলেন ।
কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল আজ একটি টুইট করেন । টুইটে তিনি লেখেন, "এইমাত্র অভিষেক মনু সিংভির সঙ্গে কথা হল । বিগত পাঁচ দিন ধরে তিনি কোরোনায় সংক্রমিত । ভাইরাসের সামান্য কিছু উপসর্গ রয়েছে তাঁর শরীরে । তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন । কিন্তু ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যাবতীয় কাজ করছেন তিনি । আজও হাসিমুখেই সমস্ত কাজ করলেন । তাঁর দ্রুত আরোগ্য কামনা করি ।"
আধিকারিক সূত্রে খবর, অভিষেক মনু সিংভির স্ত্রী'র শরীরেও মিলেছে ভাইরাসের হদিস । তিনিও সরকারি নিয়ম মেনে বাড়িতে আইসোলেশনে রয়েছেন । অভিষেক মনু সিংভি শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ার পর, তাঁর পরিবারের ও দপ্তরের সকলের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ।
এর আগে অন্য এক বর্ষীয়ান কংগ্রেস নেতা সঞ্জয় ঝা-র শরীরেও ভাইরাসের সংক্রমণের হদিস মিলেছিল । সম্প্রতি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও কোরোনায় সংক্রমিত হন । পরে সাকেতের এক বেসরকারি হাসপাতালে তাঁর প্লাজ়মা থেরাপি করা হয় ।