পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতির কাছে স্বারকলিপি কংগ্রেসের - রাষ্ট্রের ব্যর্থতা

বিগত 4 দিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে যে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্বারকলিপি জমা দিল কংগ্রেস ৷ আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ অন্য় নেতারা ৷

a memorandum on Delhi Violence to President Ramnath Kovind
স্বারকলিপি

By

Published : Feb 27, 2020, 1:54 PM IST

দিল্লি, 27 ফেব্রুয়ারি: দিল্লির উত্তাল পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দারস্থ হল কংগ্রেস ৷ আজ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অন্যান্য শীর্ষ নেতারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন ৷

উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী ও সমর্থনকারীদের মধ্যে যে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিগত 4 দিন ধরে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস ৷ কেন্দ্রীয় সরকার ও দিল্লির নবনির্বাচিত AAP সরকারের ব্যর্থতা নিয়ে কালই সরব হয়েছিলেন সনিয়া গান্ধি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেন তিনি ৷ আজ সকালে কংগ্রেস নেতৃত্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে একটি স্বারকলিপি জমা দিয়ে দিল্লির পরিস্থিতি সামাল দেওয়ার আবেদন জানায় ৷

রাষ্ট্রপতি ভবনে স্বারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে সেই স্বারকলিপির কিছু অংশ পড়ে শোনান কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি ৷ তিনি বলেন, ‘‘নাগরিকদের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আপনার (রাষ্ট্রপতি)কাছে আবেদন জানাছি ৷ একইসঙ্গে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের আবেদন করছি, তার পরিস্থিতি সামাল দেওয়ায় অক্ষমতার জন্য ।’’

সনিয়া গান্ধির বক্তব্যের পরই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘‘বিগত চারদিন ধরে দিল্লিতে যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা রাষ্ট্রের কাছে একটি লজ্জাজনক ঘটনা ৷ অন্তত 34 জন মারা গিয়েছেন এবং 200 জন আহত হয়েছেন বিগত কয়েকদিনে ৷ এটি রাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ ৷ আমরা রাষ্ট্রপতিকে এই বিষয়ে দৃষ্টিপাতের আবেদন জানাচ্ছি ৷’’

সনিয়া গান্ধি

ABOUT THE AUTHOR

...view details