জয়পুর, 11 জুন : নিশ্চিত ভোটেও রাজস্থানে চিন্তায় কংগ্রেস । কোটি কোটি টাকার বিনিময়ে রাজ্যে সরকার ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ কংগ্রেসের । অভিযোগের তীর BJP-র দিকে । রাজস্থানের রাজ্যসভার আসনগুলির মধ্যে তিনটিতে 19 জুন হবে ভোটগ্রহণ ।
রাজ্যসভা নির্বাচনের আগে গুজরাতে যখন দল গোছাতে ব্যস্ত কংগ্রেস, তখনই রাজস্থানে বিপাকে তাদের সরকার । কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে টাকার খেলায় সরকার ভাঙার চেষ্টা করা হচ্ছে । এ'বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছে তারা । দুর্নীতির অভিযোগে এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাজ্যের দুর্নীতি দমন বিউরোর প্রধানকে চিঠি দিয়েছেন রাজস্থান বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশী ।
রাজ্যসভা ভোটের আগে রাজস্থানে সরকার ফেলার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । দলবদলের জন্য কংগ্রেস বিধায়কদের টাকা ও পদের টোপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির ।