পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড় স্বাস্থ্য দপ্তরের রুটিন স্বাস্থ্যসেবায় নজর - Chhattisgarh Health Dept focuses on routine health care

ছত্তিশগড়ের স্বাস্থ্য সচিব নীহারিকা বারিক সিংহ জেলাশাসকদের নির্দেশ দেন যাতে অন্যান্য স্বাস্থ্যসেবা যেমন প্রসূতি এবং নবজাতকের যত্ন, টীকাদান কোরোনার প্রভাবে যেন ব্যাহত না হয় ৷

Chhattisgarh Health Dept focuses on routine health care
ছত্তিশগড় স্বাস্থ্য দপ্তরের রুটিন স্বাস্থ্যসেবায় নজর

By

Published : May 2, 2020, 9:18 PM IST

রায়পুর(ছত্তিশগড়), 2 মে : সবার নজর এখন কোরোনা মোকাবিলায় ৷ সংক্রমণ রুখতে দেশের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ব্যস্ত সেই নিয়ে ৷ আর তাতে অন্যান্য স্বাস্থ্যসেবায় কোনোরকম সমস্যা না হয় সেদিকে নজর দিতে বলেন ছত্তিশগড় স্বাস্থ্য দপ্তর ৷ আজ জেলাশাসকদের তেমনটাই নির্দেশ দিলেন স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক ৷

সমস্ত জেলাশাসকদের লিখিত নির্দেশ দিয়ে স্বাস্থ্য সচিব নীহারিকা বারিক সিংহ জানান, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো প্যানডেমিক মোকাবিলায় ব্যস্ত তাই বলে অন্যান্য পরিষেবায় যেন সেই প্রভাব না পড়ে ৷ প্রসবজনিত পরিষেবা, মাতৃত্বকালীন ও নবজাতকের দেখভাল, টিকাদান ইত্যাদি কাজেও যত্ন দেওয়া উচিত ৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পুরো সময় কোয়ারানটিনে না দিয়ে অন্য সেবাগুলিও দেখা প্রয়োজন ৷ কোয়ারানটিন সেন্টারের জন্য নির্দিষ্ট সময় রাখা উচিত যাতে অন্যান্য কাজে সময় দেওয়া যায় ৷

ছত্তিশগড়ে 43জন কোরোনায় আক্রান্ত, তার মধ্যে 36 জন সুস্থ ৷ 145টি কোয়ারানটাইন সেন্টারে কমপক্ষে 575 জন ভরতি, যেখানে 17,634 জন হোম কোয়ারানটিনে৷

ABOUT THE AUTHOR

...view details