পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধিকে নোটিশ স্বরাষ্ট্র মন্ত্রকের

নাগরিকত্ব নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিষয়ে দু'সপ্তাহের মধ্যে রাহুল গান্ধিকে তাঁর মতামত জানাতে বলা হয়েছে।

ফাইল ফোটো

By

Published : Apr 30, 2019, 11:05 AM IST

Updated : Apr 30, 2019, 2:34 PM IST

দিল্লি, 30 এপ্রিল : নাগরিকত্ব নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর তোলা অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক আজ এই নোটিশ পাঠায়। এই বিষয়ে দু'সপ্তাহের মধ্যে রাহুল গান্ধিকে তাঁর মতামত জানাতে বলা হয়েছে।

রাহুল গান্ধি ব্রিটিশ নাগরিক, কয়েক বছর ধরেই এই অভিযোগ আনছেন BJP-র এই সাংসদ । সেই অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টর বি সি জোশি রাহুল গান্ধিকে চিঠি পাঠান । চিঠিতে লেখা, সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে 2003 সালে UK-তে (51 সাউথগেট স্ট্রিট, উইনচেস্টার, হ্যাম্পশায়ার SO23 9EH) এই ঠিকানায় ব্যাকপস লিমিটেড নামে একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয় । অভিযোগ, আপনি এই কম্পানির অন্যতম অধিকর্তা ও সেক্রেটারি ।

চিঠিতে লেখা, অভিযোগে আরও জানানো হয়েছে 2005 সালের 10 অক্টোবর ও 2006 সালের 31 অক্টোবর অ্যানুয়াল রিটার্ন জমা দেওয়া হয়েছে । 1970 সালের 19 জুন আপনার জন্মতারিখ দেওয়া হয়েছে । সেখানে আপনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন।

15 দিনের মধ্যে এই বিষয়ে মন্ত্রককে নিজের অবস্থান স্পষ্ট করার নির্দেশ রাহুল গান্ধিকে দেওয়া হয়েছে।

Last Updated : Apr 30, 2019, 2:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details