দিল্লি, 30 এপ্রিল : নাগরিকত্ব নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর তোলা অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক আজ এই নোটিশ পাঠায়। এই বিষয়ে দু'সপ্তাহের মধ্যে রাহুল গান্ধিকে তাঁর মতামত জানাতে বলা হয়েছে।
রাহুল গান্ধি ব্রিটিশ নাগরিক, কয়েক বছর ধরেই এই অভিযোগ আনছেন BJP-র এই সাংসদ । সেই অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টর বি সি জোশি রাহুল গান্ধিকে চিঠি পাঠান । চিঠিতে লেখা, সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে 2003 সালে UK-তে (51 সাউথগেট স্ট্রিট, উইনচেস্টার, হ্যাম্পশায়ার SO23 9EH) এই ঠিকানায় ব্যাকপস লিমিটেড নামে একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয় । অভিযোগ, আপনি এই কম্পানির অন্যতম অধিকর্তা ও সেক্রেটারি ।