দিল্লি, 30 মার্চ : কোরোনা পরিস্থিতি মোকাবিলায় দেশে 21 দিনের জন্য লক ডাউন চলছে ৷ প্রয়োজনে সেই লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছিল ৷ কিন্তু তা গুজব বলে উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবাকে উদ্ধৃত করে PIB জানিয়েছে, লকডাউনের মেয়াদ বাড়ানোর খবর ভিত্তিহীন ৷
কোরোনা পরিস্থিতির জেরে 24 মার্চ রাত 12টার পর থেকে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 14 এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে ৷ তারমধ্যেই শোনা যাচ্ছিল, প্রয়োজনে লকডাউনের মেয়াদ বাড়তে পারে ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবাকে উদ্ধৃত করে PIB-র তরফে টুইটে জানানো হয়, ‘‘21 দিনের লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে সংবাদমাধ্যম ও বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে ৷ কিন্তু এসব ভিত্তিহীন ও গুজব ৷’’